লাঞ্চবক্স-কারবারিদেরই জুটছে না খাবার! ডাব্বাওয়ালাদের ২০ লাখ টাকা অনুদান মুম্বইকারদের

সৈকত দাস |

Apr 23, 2021 | 9:30 PM

ব্যস্ত মুম্বইকারদের খাওয়া-দাওয়ার দায়িত্ব তাঁদের কাঁধে। করোনার (Corona) ধাক্কায় সেই ডাব্বাওয়ালা (Dabbawala)-দের ২০ লক্ষ টাকা দান মুম্বইবাসীর।

লাঞ্চবক্স-কারবারিদেরই জুটছে না খাবার! ডাব্বাওয়ালাদের ২০ লাখ টাকা অনুদান মুম্বইকারদের
প্রতীকী চিত্র

Follow Us

দেশ: তাঁরা মুম্বইয়ের ডাব্বাওয়ালা। কেউ বলেন টিফিনওয়ালা। বাণিজ্য়নগরী মুম্বইকে ঘিরে প্রায় ১৩০ বছরের ব্যবসা তাঁদের। ব্যস্ত মুম্বইকারদের খাওয়া-দাওয়ার দায়িত্ব তাঁদের কাঁধে। প্রায় ৫ হাজার ডাব্বাওয়ালা কাজ করেন মুম্বইয়ে। গ্রাহকসংখ্যা কমপক্ষে দু’লক্ষ। কিন্তু মহারাষ্ট্র তথা মুম্বইয়ে করোনা পরিস্থিতিতে বন্ধ বহু অফিস। রুরি রোজগার হারিয়ে সংসার চালানোই দায় হয়ে উঠেছে ডাব্বাওয়ালাদের। এই পরিস্থিতিতে তাদারে পাশে দাঁডাল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মাত্র চারদিনেই প্রিয় ডাব্বাওয়ালাদের জন্য ২০ লক্ষ টাকা দান করলেন মুম্বইবাসী। জানা গিয়েছে, এ পর্যন্ত এক হাজার মানুষ এগিয়ে এসেছেন এই ডাব্বাওয়ালাদের সাহায্য করতে।

স্বেচ্ছাসেবী সংস্থা মিলাপ- এর সদস্য দেবস্মিতা দে-র কথায়, “করোনা পরিস্থিতিতে সবারই রুজি রোজগারে হানা পড়েছে। খবর নিয়ে জানতে পারি প্রায় দু’ হাজার ডাব্বাওয়ালা নিজেদের দু’ বেলার খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন। তাঁদের আবেদনের প্রেক্ষিতে স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে মানুষের কাছে সাহায্য চেয়েছিলাম। বলা যায়, অপ্রত্যাশিতভাবে সবার সমর্থন পেয়েছি। এক হাজার অনুদানকারী ২০ লক্ষ টাকা দিয়েছেন প্রিয় ডাব্বাওয়ালাদের জন্য। সেটাও মাত্র চারদিনেই।”

মুম্বই টিফিন বক্স সাপ্লায়ার্স চ্যারিটি ট্রাস্ট-এর সভাপতি উল্লাস শান্তারাম মুকের কথায়, “এই অতিমারি পরিস্থিতিতে মানুষের সমর্থনকে কুর্নিশ জানাই।” অন্যদিকে সাহায্যপ্রাপ্ত এক ডাব্বাওয়ালা সংবাদমাধ্যমকে জানান, “এই অতিমারিতে এখন ১০০ টাকার মূল্য আমাদের কাছে ১০ হাজার টাকার সমান।”

আরও পড়ুন: একদিনের হিরো নন, ট্রেনের সামনে থেকে বাঁচানো খুদেকে নিজের পুরস্কারের অর্ধেক দান রেলকর্মীর

মহারাষ্ট্রজুড়ে করোনা পরিস্থিতি ভীষণ খারাপ। ইতিমধ্যে ১৪ এপ্রিল থেকে সেখানে কঠোর কোভিড বিধিনিষেধ জারি হয়েছে। বৃহস্পতিবারই মহারাষ্ট্রে নতুন করে ৬৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। হাসপাতালের শয্য়া অপ্রতুল। অক্সিজেনের চাহিদা তুঙ্গে। অসহায়তার চিত্র সর্বত্র।

Next Article