মুম্বই: শীতের দুপুর মানেই পাড়ার মোড়ে-মোড়ে ছেলে-ছোকরাদের মধ্যে ক্রিকেট খেলার ঢল নামে। কেবল অল্পবয়সি নয়, ক্রিকেটপ্রেমী অনেকেই ব্যাট-বল হাতে নিয়ে মাঠে নেমে পড়েন। ৫২ বছর বয়সি জয়েশ সাভলাও সেরকমই ক্রিকেট খেলতে নেমেছিলেন। একটি মাঠেই পাশাপাশি অনেকগুলো ম্যাচ চলছিল। ৫২ বছর বয়সি জয়েশ ভাবতে পারেননি, সেই মাঠে খেলতে যাওয়াই কাল হবে! অন্য একটি ম্যাচের বল উড়ে এসে মাথায় লেগে মৃত্যু হল তাঁর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মাতুঙ্গা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাতুঙ্গা এলাকার মাতুঙ্গা জিমখানা দাদকার মাঠে একটি ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। মূলত, ওই এলাকার কুতচি সম্প্রদায়ের লোকেরা টি-২০ টুর্নামেন্টের আয়োজন করেছিল। ওই সম্প্রদায়ের ছোট থেকে বড়- বিভিন্ন বয়সের ক্রিকেটপ্রেমীরাই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। ওই একটি মাঠে পাশাপাশি বেশ কয়েকটি ম্যাচ চলছিল। জয়েশ সাভলাও একটি ম্যাচে খেলছিলেন। মাঠে ফিল্ডিং দেওয়ার সময়ই অন্য একটি ম্যাচের বল উড়ে এসে সাভলার মাথায় সজোরে লাগে। সঙ্গে-সঙ্গে তিনি মাঠে লুটিয়ে পড়েন। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মুম্বইয়ের সিনিয়ার পুলিশ আধিকারিক দীপক চৌহান বলেন, “ওই মাঠে দুটি ম্যাচ চলছিল। সালভা একটি ম্যাচের হয়ে ফিল্ডিং দিচ্ছিলেন। সেই সময় পার্শ্ববর্তী ম্যাচের ব্যাটসম্যানের তুলে দেওয়া বল উড়ে এসে সাভলার মাথায় লাগে এবং তিনি অচৈতন্য হয়ে পড়েন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জয়েশ সাভলাকে মৃত ঘোষণা করেন।”
জয়েশ সাভলার স্ত্রী ও ছেলে রয়েছে। সাভলার দেহটি ময়নাতদন্তের পর তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক দীপক চৌহান। তিনি জানান, দুর্ঘটনাজনিত কারণে সাভলার মৃত্যু হয়ে বলে একটি মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।