ভাসছে গাড়ি, স্টেশনে ঢুকতেই পারল না লোকাল ট্রেন! জল থইথই শহরে রাস্তাতেই চিত সাঁতার

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 08, 2024 | 9:30 AM

Mumbai Rain: বৃষ্টির জেরে লোকাল ট্রেন পরিষেবা যেমন বিপর্যস্ত হয়েছে, তেমনই থমকে গিয়েছে বিইএসটি বাস পরিষেবাও। বহু রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। জল থইথই শহরে বিএমসি-র তরফে বহু সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ ছুটি দেওয়া হয়েছে।

ভাসছে গাড়ি, স্টেশনে ঢুকতেই পারল না লোকাল ট্রেন! জল থইথই শহরে রাস্তাতেই চিত সাঁতার
জমা জলে ভাসছে মুম্বই।
Image Credit source: ANI

Follow Us

মুম্বই: বর্ষা আসতেই বেরিয়ে আসছে কঙ্কালসার দৃশ্য। একের পর এক শহর ডুবছে জমা জলে। আজ, সোমবার সকালেই ভারী বৃষ্টিতে ডুবে গেল বাণিজ্যনগরী মুম্বই ও শহরতলি। এর জেরে একাধিক রাস্তায় জল জমেছে। ব্যাপক যানজট। কার্যত থমকে গিয়েছে যান চলাচল। মুম্বইয়ের লাইফলাইন  লোকাল ট্রেন পরিষেবাও বিপর্যস্ত ভারী বৃষ্টির জেরে। অনেক স্টেশনেই ঢোকার আগে আটকে গিয়েছে ট্রেন। ভারী বৃষ্টির কারণে একাধিক স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, রাত ১ টা থেকে সকাল ৭টা পর্যন্ত শহরের একাধিক জায়গায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। আন্ধেরি, কুর্লা, ভান্দুপ, কিংস সার্কেল, দাদার সহ একাধিক এলাকায় ব্যাপক জল জমেছে। তৈরি হয়েছে ব্যাপক যানজট। বেশ কিছু জায়গায় গাড়ি জলের তোড়ে ভেসে যেতে দেখা গিয়েছে।

একদিকে যেখানে হাঁটু জল পেরিয়ে বহু মানুষকে অফিসে যেতে দেখা গিয়েছে, সেখানেই অনেকে আবার চুটিয়ে উপভোগ করছেন বৃষ্টি। জমা জলে কেউ সাঁতার কাঁটছে, কেউ আবার নৌকা নিয়ে বেরিয়ে পড়েছেন শহর ঘুরে দেখতে।

বৃষ্টির জেরে লোকাল ট্রেন পরিষেবা যেমন বিপর্যস্ত হয়েছে, তেমনই থমকে গিয়েছে বিইএসটি বাস পরিষেবাও। বহু রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। জল থইথই শহরে বিএমসি-র তরফে বহু সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ ছুটি দেওয়া হয়েছে।

 

 

Next Article