রোমহর্ষক ভিডিয়ো: সামনে তরুণী, পিছনে তরুণী, সামানের চাকা তুলে বাইক স্টান্ট যুবকের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Apr 01, 2023 | 2:31 PM

Mumbai Police: মুম্বই পুলিশ নিজেদের টুইটার হ্যান্ডল থেকে এই ভিডিয়ো শেয়ার করে। একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে।

রোমহর্ষক ভিডিয়ো: সামনে তরুণী, পিছনে তরুণী, সামানের চাকা তুলে বাইক স্টান্ট যুবকের
ভয়াবহ বাইক স্টান্ট

Follow Us

মুম্বই: বাইক স্টান্টের রোমহর্ষক একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ১৩ সেকেন্ডের ওই ভিডিয়োয় রাস্তার মধ্যে বিপজ্জনক স্টান্ট করতে দেখা যাচ্ছে এক যুবক। ওই যুবকের সঙ্গে বাইকে বসে রয়েছেন আরও দুই তরুণী। এক জন যুবকের সামনে বসে। অপর জন বাইকের পিছনে। ভিডিয়োয় দেখা গিয়েছে, দুই তরুণী জড়িয়ে ধরে রয়েছেন বাইক আরোহী যুবককে। ওই যুবক বাইক চালাতে চালাতে সামনের চাকা মাটি থেকে উপরে তুলে দিলেন। সেই অবস্থাতেই দুই তরুণীকে বাইকে বসিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন তিনি। মুম্বই পুলিশ নিজেদের টুইটার হ্যান্ডল থেকে এই ভিডিয়ো শেয়ার করে। একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে। পাশাপাশি বাইক স্টান্টে অভিযুক্তদের পরিচয় জানাতে অনুরোধ করেছে নেটিজেনদের।সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

মুম্বই পুলিশের শেয়ার করা ভিডিয়ো, তিন জনকে বাইকে চেপে স্টান্ট করতে দেখা যাচ্ছে। দুই তরুণীকে সামনে পিছনে বসিয়ে স্টান্ট করছেন যুবক। সেই ঘটনা নিয়ে মুম্বই পুলিশ লিখেছে, “বিকেসি থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের পরিচয় জানতে তদন্ত শুরু হয়েছে। এই ভিডিয়োয় দেখতে পাওয়া অভিযুক্তদের ব্যাপারে কারও কাছে তথ্য থাকলে আমাদের সরাসরি জানান।”

পরের এক টুইটে মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, দুই তরুণী ও যুবক সহ মোট তিন জনকেই গ্রেফতার করা হয়েছে। বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

এ রকম ঘটনা এর আগেও ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে। উত্তর প্রদেশের লখনউয়ের হজরতগঞ্জ এলাকায় এক যুগলকে ব্যস্ত রাস্তায় বাইকে চড়ে প্রেম করতে দেখা গিয়েছিল। বাইক চালাতে চালাতেই চুম্বনে লিপ্ত হয়েছিলেন তাঁরা। সে ক্ষেত্রেও ভিডিয়ো ভাইরাল হতে নাবালক অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ।

Next Article