পুর নিয়োগ দুর্নীতিতে ‘মানি ট্রেল’ মিলেছে, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্রীয় সংস্থা
কলকাতা: মানি ট্রেল অর্থাৎ ঘুষের টাকা কোন হাত ঘুরে কার হাতে পৌঁছেছে, তার হদিশ নাকি পেয়ে গিয়েছে কেন্দ্রীয় সংস্থা। শুক্রবারই সুপ্রিম কোর্টে এ কথা জানানো হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়েই পুর নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসে। এরপর আদালতের নির্দেশে তদন্তভার নেয় কেন্দ্রীয় সংস্থা। ইতিমধ্যেই ইডি ও সিবিআই এই দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে। একাধিক জায়গায় তল্লাশিও চালানো হয়েছে। শুক্রবার সেই সংক্রান্ত মামলা ছিল শীর্ষ আদালতে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আইনজীবী এসভি রাজু জানিয়েছেন, এই দুর্নীতির তদন্ত মানি ট্রেল খুঁজে পাওয়া গিয়েছে। সঠিক সময়ে চার্জশিট দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এই মামলায় আবেদনকারীদের অভিযোগ ছিল, পুর নিয়োগে প্রায় ২০০ কোটির দুর্নীতির ঘটনা ঘটেছে।
অন্যদিকে, রাজ্যের তরফে সওয়াল করেন কপিল সিব্বল। তিনি দাবি করেন, শিক্ষা থেকে পুরসভা সব দুর্নীতির ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্বতঃ প্রণোদিত তদন্ত করার প্রবণতা ঠিক নয়। দুর্নীতি হলে রাজ্যের পুলিশ সেটা খতিয়ে দেখতে পারে বলে উল্লেখ করেছেন তিনি।