Maoist Activity: কাঠুরে সেজে বেস ক্যাম্পে মাওবাদীরা, বাহিনীর অভিযানে মাও-মুক্ত তিন রাজ্যের সংযোগস্থল

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Apr 10, 2023 | 12:29 AM

Murkutdoh base camp: কয়েক জন মাওবাদী পরিচয় গোপন করে ঘাঁটি গাড়ার চেষ্টা চালাচ্ছিলেন সেখানে। সাম্প্রতিক এক এনকাউন্টারে পালিয়ে গিয়েছে মাওবাদীরা। যার জেরে এই এলাকা এখন মাওবাদী শূন্য।

Maoist Activity: কাঠুরে সেজে বেস ক্যাম্পে মাওবাদীরা, বাহিনীর অভিযানে মাও-মুক্ত তিন রাজ্যের সংযোগস্থল
প্রতীকী ছবি

Follow Us

গোন্ডিয়া: মহারাষ্ট্র, মধ্য প্রদেশ ও ছত্তীসগঢ়ের সংযোগস্থল। এই এলাকা জঙ্গলময়। ডঙ্গারদর-ধারা জঙ্গল এলাকায় রয়েছে তিন রাজ্যের সংযোগস্থল। এখানেই রয়েছে মুরকুটদো বেস ক্যাম্প। এই এলাকায় এক সয়ম মাওবাদীদের আনাগোনা ছিল উল্লেখযোগ্য। তাই সেখানে নজরদারি চালায় নিরাপত্তা বাহিনী। এখন মাওবাদীদের প্রভাব সেখানে কমলেও। সম্প্রতি কয়েক জন মাওবাদী পরিচয় গোপন করে ঘাঁটি গাড়ার চেষ্টা চালাচ্ছিলেন সেখানে। সাম্প্রতিক এক এনকাউন্টারে পালিয়ে গিয়েছে মাওবাদীরা। যার জেরে এই এলাকা এখন মাওবাদী শূন্য। তিন রাজ্যের নিরাপত্তা বাহিনী মিলেই এই এনকাউন্টার চালিয়েছিল বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলা প্রশাসনের তরফে মুরকুটদো বেস ক্যাম্প এলাকাকে মাওবাদী মুক্ত বলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক এনকাউন্টারে আধ ঘণ্টার গুলি বিনিময় হয়েছে। যদিও ২ পক্ষের কেউই এতে আহত হননি। ২০১৮ সালের পর এটি এ রকম তৃতীয় এনকাউন্টার। ২০২১ সালেও এ ধরনের এনকাউন্টার হয়েছিল। যার জেরেই এই এলাকায় মাওবাদী প্রভাব আগের থেকে অনেকটাই কম। জানা গিয়েছে, দুই ব্যক্তি কাঠুরে হিসাবে এসেছিল। তাদের কাধে ছিল কুঠার। সিকিউরিটি বেস ক্যাম্পের কাছে নাশকতার পরিকল্পনা মাওবাদীদের ছিল বলে মনে করছে পুলিশ। কিন্তু মহারাষ্ট্রের সি-৬০ কম্যান্ডো, মধ্য প্রদেশের হক ফোর্স এবং ছত্তীসগঢ়ের জেলা পুলিশের অভিযানে পালাতে বাধ্য হন মাওবাদীরা। তার পর এলাকায় তল্লাশিও চালিয়েছে বাহিনী।

মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের বিষয়টি নিয়ে গোন্ডিয়া জেলার পুলিশ সুপার নিখিল পিঙ্গলে ও অন্যান্য সিনিয়র পুলিশ অফিসারের নেতৃত্বে হয়েছে। কিছু দিন আগে মুরকুটদো বেসক্যাম্পের কাছে সালেকাসাতে দুই পুলিশকর্মীকে হত্যার পিছনে মাওবাদীদের এই ছোট গ্রুপের হাত ছিল বলে ধারণা পুলিশের।

Next Article