চেন্নাই: মুসলিম ম্যারেজ অ্যাক্টে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। সেই মামলা চলাকালীনই স্বামীর কাছ থেকে খোরপোশ চাইছেন স্ত্রী। কিন্তু, বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীন কি মহিলা অন্তর্বর্তী খোরপোশ পেতে পারেন? আদালত জানাল, মহিলার আর্থিক অবস্থা ভাল না হলে বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীনই খোরপোশ পেতে পারেন তিনি। বিচ্ছেদের মামলা চলাকালীন অন্তর্বর্তী খোরপোশ সংক্রান্ত এক আবেদনে এই নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। এক্ষেত্রে আদালতের অধিকারের কথা উল্লেখ করলেন বিচারপতি।
মুসলিম ম্যারেজ অ্যাক্ট, ১৯৩৯-র অধীনে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন ওই মহিলা। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণ বলেন, ওই আইনে অন্তর্বর্তী খোরপোশের কথা উল্লেখ নেই। কিন্তু, মহিলা আবেদন করেছেন নিজের খরচ চালানোর মতো তাঁর আর্থিক সামর্থ্য নেই। এই অবস্থায় চোখ বন্ধ করে থাকতে পারে না আদালত। বিচারপতি জানান, কোড অব সিভিল প্রোসিডিউরের ১৫১ ধারা অনুযায়ী, আদালতের ক্ষমতা রয়েছে অন্তর্বর্তী খোরপোশের নির্দেশ দেওয়ার। আর এক্ষেত্রে আদালত যদি তার ক্ষমতা প্রয়োগ না করে, তাহলে তা ন্যায় হবে না।
এর আগে পারিবারিক আদালত মহিলাকে অন্তর্বর্তী খোরপোশ দেওয়ার জন্য তাঁর স্বামীকে নির্দেশ দিয়েছিল। পারিবারিক আদালতে মহিলা জানিয়েছেন, তিনি এখন কোনও কাজ করেন না। তিনি আর্থিক সংকটে রয়েছেন। তাঁর জমানো টাকাও নেই। তিনি জানান, তাঁর স্বামী পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। ভাল টাকা বেতন পেতেন। ফলে অন্তর্বর্তী খোরপোশ দিতে তাঁর অসুবিধা হওয়ার কথা নয়। তারপরই পারিবারিক আদালত অন্তর্বর্তী খোরপোশের নির্দেশ দিয়েছিলেন। মাসে ২০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেন বিচারক।
পারিবারিক আদালতের নির্দেশের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে আবেদন করেন মহিলার স্বামী। তবে তাঁর সেই আবেদন খারিজ করে দিল মাদ্রাজ হাইকোর্ট। জানিয়ে দিল, মহিলার নিজের খরচ চালানোর সামর্থ্য না থাকলে চোখ বন্ধ করে থাকতে পারে না আদালত।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)