Bangla NewsIndia MV Ganga Vilas: PM Narendra Modi Flag off today, know the travel cost
Ganga Vilas: গঙ্গা বিলাসের উদ্বোধন মোদীর, ৫১ দিন ঘুরতে কত খরচ জানেন?
PM Narendra Modi: বারাণসী থেকে গঙ্গার উপর দিয়ে বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গে আসবে। তার পর তা বাংলাদেশের মধ্যে দিয়ে পৌঁছবে অসমের গুয়াহাটিতে।
গঙ্গা বিলাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Follow Us
বারাণসী: বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী এমভি গঙ্গা বিলাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উত্তর প্রদেশের বারাণসী থেকে এই বিলাসবহুল রিভার ক্রুজের উদ্বোধন করা হল। বারাণসী থেকে গঙ্গার উপর দিয়ে বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গে আসবে। তার পর তা বাংলাদেশের মধ্যে দিয়ে পৌঁছবে অসমের গুয়াহাটিতে। ৩২ জন সুইজারল্যান্ডের পর্যটককে নিয়ে যাত্রা শুরু করবে গঙ্গা বিলাস। এক নজরে দেখে নিই এই প্রমোদতরী সংক্রান্ত কিছু তথ্য।
Key Highlights
ভারতেই তৈরি হয়েছে গঙ্গা বিলাস। এই প্রমোদতরী নদীপথে ৩ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দেবে। এই পথ পাড়ি দিতে সময় লাগবে ৫১ দিন।
বারাণসী থেকে বাংলাদেশ হয়ে গুয়াহাটি পৌঁছনোর পতে ৫০টি পর্যটক কেন্দ্র দেখবেন প্রমোদতরীর যাত্রীরা। এর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, জাতীয় উদ্যান, নদী ঘাট, এ ছাড়াও পাটনা, কলকাতা, ঢাকা এবং গুয়াহাটির মতো বড় শহর। সারনাথ, সুন্দরবন, মাজুলি দ্বীপ, কাজিরাঙা জাতীয় উদ্যান ছুঁয়ে যাবে গঙ্গা বিলাস।
এই প্রমোদতরীর ডিরেক্টর রাজ সিং সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, গঙ্গা বিলাস ভ্রাম্যমান পাঁচ তারা হোটেল। এতে ১৮টি স্যুইট রয়েছে। ৩৬ পর্যটক এতে যেতে পারবেন। এ ছাড়াও ৪০ জন ক্রু সদস্যের থাকার জায়গা রয়েছে।
গঙ্গা বিলাসে স্পা, সেলুন, জিম, রেস্তোরাঁর মতো সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। দূষণমুক্ত এবং কোলাহল নিয়ন্ত্রণের প্রযুক্তিও রয়েছে গঙ্গা বিলাসে।
গঙ্গা বিলাসের ডিরেক্টর এই প্রমোদতরীতে ভ্রমণের খরচে বিষয়টিও জানিয়েছেন। তিনি জানিয়েছে, প্রতিদিন ২৫ থেকে ৫০ হাজার থাকা খরচ মাথা পিছু ভাড়া হবে গঙ্গা বিলাসের। অর্থাৎ ৫১ দিনের ভ্রমণে খরচ পড়বে প্রায় ২০ লক্ষ টাকা।
এই প্রমোদতরীতেই রয়েছে বর্জ্য জল পরিশোধনের ব্যবস্থা। গঙ্গা বিলাসের মধ্যেই রয়েছে ফিলট্রেশন প্ল্যান্ট। যা গঙ্গা থেকে জল তুলেই তা পরিশোধন করে স্নান এবং অন্য কাজে ব্যবহার করা হবে।
গঙ্গা বিলাস নিয়ে কেন্দ্রীয় জাহাজ এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, “গঙ্গা বিলাসের যাত্রা বিদেশি পর্যটকদের কাছে ভারত ও বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, আধ্যাত্মিকতাকে বুঝতে সাহায্য করবে।”
গঙ্গা বিলাসের উদ্বোধন করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি গঙ্গা বিলাসের সমস্ত যাত্রীদের বলতে চাই আপনারা যা ভাবতে পারেন, তার সবকিছু রয়েছে ভারতে। এমনকি আপনাদেরক কল্পনার বাইরেও অনেক কিছু রয়েছে। হৃদয় দিয়ে ভারতকে অনুভব করুন। কারণ ভারতের হৃদয় সকলের জন্যই খোলা।”