নয়া দিল্লি: ডেকেছেন মোদী। সাড়া দিলেন মাই হোম গ্রুপের প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান ড. রামেশ্বর রাও জুপল্লী। সঙ্গে গেলেন তাঁর ছেলে তথা মাই হোম গ্রুপের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জুপল্লী রামু রাও। বৃহস্পতিবার মোদীর বাসভবনে গিয়ে দেখা করেন এই দুই বিখ্যাত শিল্পপতি। দীর্ঘ সময় চলে কথা। মোদীকে একটি শালও উপহার দেন তাঁরা। সঙ্গে ভেঙ্কটেশ্বরের মূর্তিও উপহার দেন।
প্রধানমন্ত্রী হিসাবে মোদী দেশকে নেতৃত্বে দিচ্ছেন প্রায় এক দশক ধরে। শেষ লোকসভা ভোটেও ফের জেতে এনডিএ জোট। শক্তিশালী রাষ্ট্র প্রধানের পাশাপাশি গভীর আধ্যাত্মিক মূল্যবোধ এবং পরোপকারের জন্য গোটা বিশ্বে পরিচিতি রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। তাঁর জনসেবামূলক কাজ, জনহিতকর একাধিক প্রকল্প, তাঁর মানবতাবাদী দৃষ্টিভঙ্গি ইতিমধ্যেই সর্বজনবিদিত। তাঁর চর্চা গোটা বিশ্বজুড়ে। এদিকে ভেঙ্কটেশ্বরকে বরাবরই অশুভের বিনাশকারী ও শুভর মূর্ত প্রতীক হিসাবে ধরা হয়। সেই ভেঙ্কটেশ্বরের মূর্তিই এদিন মোদীর হাতে তুলে দেন মাই হোম গ্রুপের চেয়ারম্যান।
যে সময় মাই হোম গ্রুপের প্রতিষ্ঠাতা ডক্টর রামেশ্বর রাও জুপল্লী প্রধানমন্ত্রী মোদীকে শাল দিয়ে শুভেচ্ছা জানান সেই সময় পাশেই ছিলেন গ্রুপের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জুপল্লী রামু রাও। সেই ছবিও ইতিমধ্যেই সামনে এসেছে।