Cheetah Cub: কুনো জাতীয় উদ্যানে বাড়ল বন্যপ্রাণ, চার শাবকের জন্ম দিল চিতা

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Mar 29, 2023 | 6:13 PM

Kuno National park: কুনো জাতীয় উদ্যানে চারটি চিতাশাবকের জন্ম হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বুধবার সেই খবর জানিয়েছেন। নবজাতক চিতাশাবকের ছবি ও ভিডিয়োও শেয়ার করেছেন তিনি।

Cheetah Cub: কুনো জাতীয় উদ্যানে বাড়ল বন্যপ্রাণ, চার শাবকের জন্ম দিল চিতা
নবজাতক চিতা

Follow Us

নয়াদিল্লি: আফ্রিকার দেশ নামিবিয়া থেকে গত বছর চিতা আনা হয়েছিল ভারতে। লক্ষ্য ছিল দেশে চিতার সংখ্যা বাড়ানো। নামিবিয়া থেকে আসা সেই আটটি চিতাকে ছাড়া হয় মধ্য প্রদেশের কুনো ন্যাশনাল পার্কে। গত বছর সেপ্টেম্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে চিতাদের সেখানে ছেড়ে দেন প্রধানমন্ত্রী। নামিবিয়া থেকে আসা চিতাদের মধ্যে একটি চিতার মৃত্যু ঘিরে আশঙ্কাও তৈরি হয়েছিল। যে লক্ষ্যে চিতাদের এ দেশে উড়িয়ে নিয়ে আসা, তা পূরণ হবে তো? কিন্তু শাসা নামের ওই চিতার মৃত্যুর তিন দিন পরেই এল খুশির খবর। জানা গিয়েছে, কুনো জাতীয় উদ্যানে চারটি চিতাশাবকের জন্ম হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বুধবার সেই খবর জানিয়েছেন। নবজাতক চিতাশাবকের ছবি ও ভিডিয়োও শেয়ার করেছেন তিনি। যা দেখে উচ্ছ্বসিত পশুপ্রেমী নেটিজেনরা।

এক সময় ভারতের জঙ্গলগুলি দাপাতো চিতারা। কিন্তু ধীরে ধীরে চিতার সংখ্যা কমতে থাকে দেশে। ১৯৪৭ সালে দেশের শেষ চিতার মৃত্যু হয়েছিল। বর্তমানে ছত্তীসগঢ়ের কোরিয়া জেলার জঙ্গলে মৃত্যু হয়েছিল সেই চিতার। ১৯৫২ সালে চিতাকে বিপন্ন তালিকাভুক্ত করা হয়। মোদী সরকারের উদ্যোগে ২০২২ সালে ভারতের জঙ্গলে ফের ফিরে আসে চিতা। ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর মধ্য প্রদেশের কুনো জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয় নামিবিয়া থেকে আসা ৮টি চিতাকে। এর মধ্যে পাঁচটি স্ত্রী চিতা ও তিনটি পুরুষ চিতা। এর মধ্যেই একটি চিতা চারটি শাবকের জন্ম দিয়েছে বলে জানা গিয়েছে। যদিও আটটি চিতার মধ্যে সাড়ে চার বছরের এক স্ত্রী চিতার কিডনিতে সমস্যার জেরে মৃত্যু হয়।

 

চিতা শাবকদের ছবি-ভিডিয়ো শেয়ার করে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, “বন্যপ্রাণ সংরক্ষণে ইতিহাস তৈরি হল। ১৭ সেপ্টেম্বর যে চিতাদের ছাড়া হয়েছিল, তার মধ্যে একটি চিতা চারটি শাবকের জন্ম দিয়েছে।” চিতার প্রতিপালন এবং রক্ষণাবেক্ষণে জড়িত ব্যক্তিদের অভিনন্দনও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

Next Article