Narendra Modi: ‘মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গেই রয়েছে’, পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের আগে অভয়বাণী নমোর

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 10, 2021 | 4:53 PM

BJP National Executive Meeting: বৈঠকে নরেন্দ্র মোদী জানিয়েছেন, মানুষ আবার বিজেপিকে আশীর্বাদ দেবে। পাঁচ রাজ্যে আসন্ন নির্বাচন প্রসঙ্গে দলের অভ্যন্তরীণ রিপোর্টে নাকি এমনটাই তথ্য উঠে এসেছে।

Narendra Modi: মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গেই রয়েছে, পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের আগে অভয়বাণী নমোর
বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে নরেন্দ্র মোদী (ফাইল ছবি)

Follow Us

নয়া দিল্লি : রাজনৈতিক দিক থেকে বিজেপির সবথেকে বড় সাংগঠনিক বৈঠক হল জাতীয় কর্মসমিতির বৈঠক। প্রতিবছর এই বৈঠক আয়োজিত হয়। এই বৈঠক থেকেই তৈরি হয় দলের আগামী দিনের রুটম্যাপ। সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। আর খুব তাৎপর্যপূর্ণভাবেই সেই প্রসঙ্গ আজ বিশেষ গুরুত্ব পেয়েছে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উপস্থিত ছিলেন আজকের বৈঠকে। বৈঠকে মোদীর মুখেও উঠে এসেছে আসন্ন নির্বাচনের প্রসঙ্গ। তবে ভোট নিয়ে বিশেষ উদ্বিগ্ন নন তিনি। সূত্রের খবর, দলের কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতাদের উদ্দেশে অভয়বাণী দিয়েছেন নমো। বৈঠকে তিনি জানিয়েছেন, মানুষ আবার বিজেপিকে আশীর্বাদ দেবে। পাঁচ রাজ্যে আসন্ন নির্বাচন প্রসঙ্গে দলের অভ্যন্তরীণ রিপোর্টে নাকি এমনটাই তথ্য উঠে এসেছে।

সদ্য সমাপ্ত বিধানসভা উপনির্বাচনের পর বিজেপির অনেক নেতাই চিন্তায় ছিলেন। বিশেষ করে চিন্তা বাড়াচ্ছিল হিমাচল প্রদেশ। সেখানে বর্তমানে বিজেপির সরকার রয়েছে। অথচ এরই মধ্যে প্রধান বিরোধী দল কংগ্রেস হিমাচল প্রদেশে একেবারে ক্লিন সুইপ দিয়েছে। মান্ডি আসন এবং তিনটি বিধানসভা কেন্দ্রে জিতে নিয়েছে কংগ্রেস। তারপর থেকেই একটু হলেও দুশ্চিন্তা বাড়ছিল। তবে প্রধানমন্ত্রী আজ বৈঠকে যে বার্তা দিয়েছেন, তা স্বাভাবিকভাবেই দলের নেতা ও কর্মীদের নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে আরও উৎসাহী করবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

বিজেপির এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আগামী বছরই উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব সহ মোট ৫টি রাজ্য়ে বিধানসভা নির্বাচন রয়েছে। এরমধ্যে পাখির চোখ করা হয়েছে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনকে। এই নির্বাচনের ফল দিয়েই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের গতিপ্রকৃতিও আন্দাজ করা যাবে। বৈঠকের গুরুত্ব বুঝে দিল্লি থেকে সশরীরে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী বছর এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন প্রতিটি দলের জন্যই লিটমাস টেস্ট হতে চলেছে। আর সেদিক থেকে বিজেপি অবশ্যই চাইবে, নিজেদের শক্তি পরীক্ষা করে নিতে।

আর আজকের বৈঠক থেকে ফের একবার কংগ্রেসের গান্ধী পরিবারের উপর নির্ভরশীলতার কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, “বিজেপি কোনও পরিবারতান্ত্রিক দল নয়। বিজেপির মানব সেবার নীতিগুলির উপর দলের ক্যাডারদের আরও জোর দিতে হবে। আজ বিজেপি যা কিছু হয়েছে, সব এই নীতিগুলির জন্যই।”

এর পাশাপাশি আজ নমো অ্যাপের মধ্যে ‘কমল পুষ্প’ নামে একটি বিশেষ বিভাগের সূচনা করেন নরেন্দ্র মোদী। অ্যাপের এই বিভাগে, সেই সব বিজেপি ক্যাডারদের নাম জায়গা পাবে, যাঁরা এতদিন কোনও নাম, প্রশংসার আশা না করেই দলের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন।

আরও পড়ুন : BJP National Executive Meeting: ‘প্রধানমন্ত্রী দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে চাইছেন, আর বিরোধীরা তা কালিমালিপ্ত করছে’

Next Article