Modi Congratulates Rishi Sunak: ঋষি সুনককে দীপাবলির বিশেষ শুভেচ্ছাবার্তা মোদীর

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 24, 2022 | 11:38 PM

Modi Congratulates Rishi Sunak: আগামিদিনে ভারত ও ইউকে-র মধ্যে সহযোগিতার সম্পর্ক যে আরও পোক্ত হবে, সেই ইঙ্গিতই দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

Modi Congratulates Rishi Sunak: ঋষি সুনককে দীপাবলির বিশেষ শুভেচ্ছাবার্তা মোদীর

Follow Us

নয়া দিল্লি : প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পরই তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে দীপাবলির বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি। ইউকে ও ভারতের সম্পর্কে এক নয়া মোড় আসতে চলেছে, এমন ইঙ্গিতই দিয়েছেন মোদী। শতাধিক সাংসদের সমর্থন পাওয়ায় ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী হিসেবে ঘোষিত হয়েছে ঋষি সুনকের নাম।

এদিন প্রধামন্ত্রী মোদী টুইটে লিখেছেন, ঋষি সুনককে উষ্ণ শুভেচ্ছা। আপনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর আপনার সঙ্গে একযোগে কাজ করার সুযোগ হল। বিশ্বের সমস্যাগুলো নিয়ে যৌথভাবে কাজ করব। ২০৩০-এর রোডম্যাপ তৈরি করব। আপনি ইউকে -বাসী ভারতীয়দের কাছে যেন জীবন্ত সেতু। আমাদের ঐতিহাসিক চুক্তিকে আমরা আধুনিক অংশীদারিত্বে রূপান্তরিত করব।

সুনক যে প্রধানমন্ত্রী হতে চলেছেন, তা মোটামুটি ঠিকই ছিল। বেশিরভাগ সাংসদের সমর্থন ছিল সুনকের দিকে। লিজ ট্রাস ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরই সুনকের নাম প্রধানমন্ত্রী হিসেবে সামনে আসতে শুরু করে। ৪৫ দিন প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিতে বাধ্য হন লিজ ট্রাস। তাঁর দলের সাংসদদের মধ্যেই বিরোধিতা তৈরি হয়ে গিয়েছিল। লিজ ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর বরিস জনসনের নামও সামনে এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত সুনকের সমর্থনই বেশি হয়।

Next Article