নয়াদিল্লি: সেপ্টেম্বর মাসে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত হবে এই বিশেষ অধিবেশন। তা ঘিরেই জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। কারণ এই অধিবেশনে কর্মসূচি কী হবে। কোনও বিল পেশ করা হবে কি না, এ বিষয়ে কিছুই জানানো হয়নি কেন্দ্রীয় সরকারের তরফে। এ জন্যই বেশ কিছু জল্পনার জন্ম হয়েছে। সেই জল্পনা আরও জোরদার করেছে ফোটোশেসনের প্রসঙ্গ। সূত্র মারফত জানা যাচ্ছে, এই বিশেষ অধিবেশনে লোকসভা এবং রাজ্যসভার সমস্ত সাংসদদের সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সাধারণত কোনও লোকসভার মেয়াদকালের শেষ অধিবেশনের আগে এ ধরনের ছবি তোলা হয়ে থাকে। তাহলে কী সেপ্টেম্বরের বিশেষ অধিবেশন এই লোকসভার শেষ অধিবেশন? এই জল্পনা আরও জোরদার হয়েছে বিরোধী নেতাদের কথায়। যেমন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আশঙ্কা, যখন-তখন ভোটের ঘোষণা হতে পারে। আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বছরের শেষেই লোকসভা ভোট ঘোষণার আশঙ্কা করেছেন। কিন্তু বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, নির্দিষ্ট সময়ের আগে লোকসভা ভোট হওয়ার সম্ভাবনা কম।
সে ক্ষেত্রে আরও একটি বিষয় উঠে আসছে সংসদের বিশেষ অধিবেশন ঘিরে। সূত্র মারফত জানা যাচ্ছে, এই বিশেষ অধিবেশনে পুরনো সংসদ ভবন থেকে নতুন সংসদ ভবনে স্থানান্তরিত হতে পারে। তাহলে পুরনো সংসদ ভবন ছাড়ার আগে স্মৃতি হিসাবে ছবি তোলা হতে পারে। আবার নতুন সংসদ ভবনে প্রবেশের স্মৃতি রাখতেও ছবি তোলা হতে পারে। এক দেশ এক ভোটের বিল এই বিশেষ অধিবেশনে পেশ করতে পারে সরকার। এ নিয়েও জল্পনা ছড়িয়েছে।