নয়া দিল্লি: ভারতীয় সংবাদমাধ্যমের সামনে কোন কোন সুযোগ আছে, প্রতিকূলতাই বা কতটা, তা নিয়ে এবার আলোচনায় বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রথম সারির সব সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসেছিলেন মোদী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
৭ নম্বর লোককল্যাণ মার্গে অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবনে ভারতের সবথেকে বড় নিউজ বডি, ‘নিউজ ব্রডকাস্টারস ফেডারেশন’ (NBF)-এর সঙ্গেই বৈঠকে বসেছিলেন মোদী। সেই বৈঠকে সংবাদমাধ্যমের বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। প্রায় এক ঘণ্টা ধরে চলে সেই বৈঠক। আগামিদিনে মিডিয়া ইন্ডাস্ট্রির কোন কোন সম্ভাবনার দিক খোলা থাকবে, সেই বিষয়ে আলোচনা হয়েছে।
সাংবাদিক অর্ণব গোস্বামীর নেতৃত্বে এনবিএফ-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেই বৈঠকে। উপস্থিত ছিলেন দেশের একাধিক গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি নতুন প্রযুক্তি নিয়েও আলোচনা হয়েছে এদিন।
প্রতিনিধিদের নেতৃত্বে ছিলেন রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের চেয়ারম্যান অর্ণব গোস্বামী, TV9 গ্রুপের এমডি ও সিইও বরুণ দাস, প্রাইড এন্টারটেনমেন্টের ম্যানেজিং ডিরেক্টর রিনিকি ভুয়ান শর্মা, আইটিভি নেটওয়ার্কের ফাউন্ডার কার্তিকেয় শর্মা, ওডিশা টেলিভিশন নেটওয়ার্কের এমডি ও কো ফাউন্ডার জাগি মানগাত পাণ্ডা, ফোর্থ ডাইমেনশন মিডিয়া সলিউশন প্রাইভেট লিমিটেডের সিইও শঙ্কর বালা, প্রাগ নিউজের ফাউন্ডার সঞ্জীব নারাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইনসাইট মিডিয়া সিটি-র ম্যানেজিং ডিরেক্টর শ্রীকান্দন নায়ার, নিউজ নেশন নেটওয়ার্কের এডিটর ইন চিফ মনোজ গাইরোলা, আইবিসি ২৪-এর চেয়ারম্যান সুরেশ গোয়েল, News7 তামিলের ম্যানেজিং ডিরেক্টর সুব্রহ্মণ্যম, বিপিএল মিডিয়ার তরফে অঙ্গদ দীপ সিং, আইটিভি নেটওয়ার্কের প্রোমোটার ঐশ্বর্য শর্মা, ভিটিভি নেটওয়ার্কের মনোজ ভাদোদারিয়া, সন্দেশ নিউজের চ্যানেল হেড প্রশান্ত নীমা, নেটওয়ার্ক ১০-এর এমডি প্রবীন্দ্র কুমার, TV5-এর অনিল সিং। এনবিএফের অধীনে রয়েছে রয়েছে ৭০টি সংবাদমাধ্যম।