PM Narendra Modi: ‘আমি মাথা নত করে ক্ষমা চাইছি’, কেন ক্ষমা চাইতে হল প্রধানমন্ত্রীকে?

ঈপ্সা চ্যাটার্জী |

Aug 30, 2024 | 4:29 PM

Shivaji Maharaj's Statue Collapse: প্রধানমন্ত্রী মোদী বলেন, "আমি মাথা নত করে ক্ষমা চাইছি। যারা ছত্রপতি শিবাজি মহারাজকে ঈশ্বর বলে মনে করেন, তারা অত্যন্ত আঘাত পেয়েছেন। আমি তাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের মূল্যবোধ আলাদা।"

PM Narendra Modi: আমি মাথা নত করে ক্ষমা চাইছি, কেন ক্ষমা চাইতে হল প্রধানমন্ত্রীকে?
ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী মোদী।
Image Credit source: PTI

Follow Us

মুম্বই: ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি ভেঙে পড়া নিয়ে আজ প্রকাশ্য জনসভায় জনগণের কাছে ক্ষমা চেয়ে নিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ছত্রপতি শিবাজি মহারাজ আমাদের কাছে শুধু একটা নাম নয়। আজ আমি মাথা নত করে আমার ভগবান ছত্রপতি শিবাজি মহারাজের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।”

গত বছরের ৪ ডিসেম্বর মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে নৌসেনা দিবসে মারাঠা নৌসেনা ও ছত্রপতি শিবাজি মহারাজকে সম্মান জানিয়ে শিবাজির ৩৫ ফুটের বিশালাকার মূর্তি উন্মোচন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু আট মাস পার হতেই, গত ২৬ অগস্ট ভেঙে পড়ে  শিবাজির সেই মূর্তি। এরপরই ওঠে দুর্নীতির অভিযোগ। সরকারের সমালোচনায় সরব হয় বিরোধী দলগুলি। আজ ওই ঘটনার প্রেক্ষিতেই ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী।

এ দিন পালঘরে একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমি মাথা নত করে ক্ষমা চাইছি। যারা ছত্রপতি শিবাজি মহারাজকে ঈশ্বর বলে মনে করেন, তারা অত্যন্ত আঘাত পেয়েছেন। আমি তাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের মূল্যবোধ আলাদা। আমরা ভারত মাতার বীর সন্তান বীর সাভারকরকে গালিগালাজ, অপমান করি না। আমাদের কাছে ঈশ্বরের থেকে বড় কিছু নেই। ওরা ক্ষমা চাইতে রাজি নয়, কিন্তু আদালতে গিয়ে লড়তে রাজি।”

প্রধানমন্ত্রী বলেন, “২০১৩ সালে বিজেপি যখন আমায় প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করে, তখন প্রথমেই আমি রায়গড়ে ছত্রপতি শিবাজি মহারাজের সমাধির সামনে বসে প্রণাম করে নতুন যাত্রা শুরু করেছিলাম।

প্রসঙ্গত, ছত্রপতি শিবাজির মূর্তি ভেঙে পড়ার পরই কংগ্রেস সমালোচনায় সরব হয়েছিল।  প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, এই দাবিও জানায় তারা।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

Next Article