নয়া দিল্লি: শিল্পপতি রতন টাটার মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া। বুধবার গভীর রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিজের এক্স মাধ্যমে রতন টাটার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, রতন টাটা একজন দূরদর্শী মানুষ ছিলেন। একজন অসাধারণ মানুষ ছিলেন। তাঁর নম্রতা এবং আমাদের সমাজের উন্নতিতে তাঁর ভূমিকার জন্য রতন টাটাকে মনে রাখবে সবাই।
রতন টাটার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘যে রতন টাটা ছিলেন ভারতীয় শিল্পের এক বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে আমি শোকাহত।’ শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। তিনি লিখেছেন, ‘ব্যবসার জগতে এক ছাপ ফেলেছেন তিনি।’
Shri Ratan Tata Ji was a visionary business leader, a compassionate soul and an extraordinary human being. He provided stable leadership to one of India’s oldest and most prestigious business houses. At the same time, his contribution went far beyond the boardroom. He endeared… pic.twitter.com/p5NPcpBbBD
— Narendra Modi (@narendramodi) October 9, 2024
Ratan Tata was a man with a vision. He has left a lasting mark on both business and philanthropy.
My condolences to his family and the Tata community.
— Rahul Gandhi (@RahulGandhi) October 9, 2024
রতন টাটার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাও। তিনি লিখেছেন, ‘রতন টাটার অনুপস্থিতি আমি মেনে নিতে পারছি না। ভারতের অর্থনীতি যেখানে দাঁড়িয়ে আছে, সেই অবস্থান ধরে রাখতে অনেক অবদান রেখেছেন রতন টাটা।’
I am unable to accept the absence of Ratan Tata.
India’s economy stands on the cusp of a historic leap forward.
And Ratan’s life and work have had much to do with our being in this position.Hence, his mentorship and guidance at this point in time would have been invaluable.… pic.twitter.com/ujJC2ehTTs
— anand mahindra (@anandmahindra) October 9, 2024