৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশ হতেই স্পষ্ট হয়, একার ক্ষমতায় সরকার গড়তে পারবে না বিজেপি। সরকাকর গড়তে নরেন্দ্র মোদীর ভরসা এনডিএ-র শরিকরা। এই লিখন স্পষ্ট হওয়ার পর থেকেই এনডিএ জোটকে মজবুত করতে চেষ্টার খামতি রাখছেন না বিজেপি-র শীর্ষনেতৃত্ব। ফলপ্রকাশের দিনই মোদীর মুখে শোনা গিয়েছিল এনডিএ-র সাফল্যের কথা। শুক্রবার এনডিএ-র নেতা নির্বাচন করতে সংসদের সেন্ট্রাল হলে হাজির ছিলেন বিজেপি-সহ এনডিএ শরিক দলের নেতারা। সেখানে সর্বসম্মতিক্রমে এনডিএ জোটের সংসদীয় দলনেতা নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী। এর পর রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানাবেন তাঁরা। সেন্ট্রাল হলে বক্তৃতার মোদীর মুখে এ দিনও বার বার উঠে এল এনডিএ জোটের প্রসঙ্গ।
ভারত মাতা কি জয় বলে শুক্রবার বক্তব্য শুরু করেন মোদী। সকল সাংসদদের অভিনন্দন জানানোর পাশাপাশি প্রবল গরম উপেক্ষা করে কার্যকর্তাদের পরিশ্রমের জন্য ধন্যবাদও জানান। এনডিএ-র নেতা নির্বাচিত হওয়ায় শরিদ দলের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন মোদী। বলেছেন, “আমি ভাগ্যবান যে আপনারা সকলে আমায় এনডিএ-র নেতা হিসাবে নির্বাচিত করে দায়িত্ব দিয়েছেন। ব্যক্তিগত জীবনে আমি জবাবদিহিতে বিশ্বাস করি। ২০১৯ সালে যখন আপনারা আমায় নির্বাচিত করেছিলেন, তখন আমি বিশ্বাস শব্দের উপরে জোর দিয়েছিলাম। আজ যখন আমায় পুনরায় নির্বাচিত করছেন, তখন আমি মনে করি আমাদের মধ্যে বিশ্বাসের সেতু অটুট। এটাই সবথেকে বড় পুঁজি।”
২০২৪ সালের ফল প্রকাশের পর থেকেই নরেন্দ্র মোদীর নৈতিক হার হয়েছে বলে প্রচার করেছে বিরোধীরা। সেই অভিযোগের জবাবও শুক্রবার দিয়েছেন মোদী। তিনি সাফ জানিয়েছেন, ২০২৪ সালের নির্বাচনের আগে এনডিএ সরকার ছিল। এ নিয়ে তিনি বলেন, “নির্বাচনের পরও এনডিএ-র সরকারই গঠিত হচ্ছে। তাহলে পরিবর্তন কী হল!দেশবাসী জানে, আমরা না হেরেছি, না আমরা হারব।”
এর পাশাপাশি এনডিএ জোট কতটা শক্তিশালী তাও নিজের বক্তব্যে তুলে ধরেছেন মোদী। বলেছেন, “ভারতের রাজনীতির ইতিহাসে কোনও জোট এনডিএ-র মতো সফল হয়নি। এনডিএ সরকারকে ২২ রাজ্যের জনগণ তাদের সরকার নির্বাচিত করে সেবা করার সুযোগ দিয়েছে। আমাদের এই জোট ভারতের আত্মা, নাড়ির প্রতিবিম্ব। আমাদের আদিবাসী বন্ধুদের সংখ্যা বেশি, এমন ১০ রাজ্যের মধ্যে ৭ রাজ্যে এনডিএ সেবা করছে।” সরকার চালানোর জন্য বহুমত প্রয়োজন, কিন্তু দেশ চালানোর জন্য সর্বমত প্রয়োজন বলেও মনে করেন নরেন্দ্র মোদী। দেশের জনগণকে এনডিএ সুশাসন দিতে যে প্রতিশ্রুতিবদ্ধ সে কথাও স্মরণ করিয়েছেন মোদী। এনডিএ-র নতুন অর্থ বাতলেছেন তিনি। NDA এর অর্থ তিনি বলেছেন, ‘New India, Developed India, Aspirational India’। নতুন ভারত, উন্নত ভারত, উচ্চাভিলাষী ভারত।