Narendra Modi: ‘আর্বান নক্সাল’দের চিহ্নিত করতে হবে, ঐক্য দিবসে বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী

Oct 31, 2024 | 10:58 AM

Narendra Modi: প্রধানমন্ত্রী আধার কার্ডের কথা উল্লেখ করেছেন। এছাড়া 'ওয়ান নেশন, ওয়ান ট্যাক্স', 'ওয়ান নেশন, ওয়ান হেল্থ ইনসিওরেন্স'-এর মাধ্যমে ঐক্যের বিষয়েই গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। নরেন্দ্র মোদী মনে করিয়ে দিয়েছেন, ওয়ান সিভিল কোডের উদ্যোগও নিচ্ছে কেন্দ্র।

Narendra Modi: আর্বান নক্সালদের চিহ্নিত করতে হবে, ঐক্য দিবসে বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী

Follow Us

নয়া দিল্লি: দেশের ঐক্য় রক্ষায় বিজেপি সরকার যে প্রতিশ্রুতিবদ্ধ, সেই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, বৃহস্পতিবার দেশে পালিত হচ্ছে জাতীয় ঐক্য দিবস (National Unity Day)। ঐক্য বজায় রাখতে বিজেপি সরকার কী কী সিদ্ধান্ত নিয়েছে, তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার গুজরাতের কেভাদিয়ায় বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, ‘আর্বান নক্সালরা দেশের ঐক্য নষ্ট করছে।’

প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, বিগত সরকারের আমলে বিভিন্ন বিভেদমূলক নীতির কারণে জাতীয় ঐক্য দুর্বল হয়ে পড়েছিল। গত ১০ বছরে সব বিভেদ মুছে ফেলা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। মোদী বলেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ’ উদ্যোগের মাধ্যমে মানুষের আস্থাও ফেরানো সম্ভব হয়েছে।

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী আধার কার্ডের কথা উল্লেখ করেছেন। এছাড়া ‘ওয়ান নেশন, ওয়ান ট্যাক্স’, ‘ওয়ান নেশন, ওয়ান হেল্থ ইনসিওরেন্স’-এর মাধ্যমে ঐক্যের বিষয়েই গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। নরেন্দ্র মোদী মনে করিয়ে দিয়েছেন, ওয়ান সিভিল কোডের উদ্যোগও নিচ্ছে কেন্দ্র।

প্রধানমন্ত্রী আরও বলেন, “আর্বান নকশালদের চিনে নিতে হবে। যারা দেশ ভাঙার স্বপ্ন দেখবে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আগে আমরা ঐক্যের গান গাইতাম, আর আজ ঐক্যের কথা বললে পাপ বলে মনে করা হয়। আজ কেউ যদি গায় ‘হিন্দ দেশ কে নিবাসি সবহি জন এক হ্যায়…’ তাহলে শহুরে নকশালদের দল তাকে আক্রমণ করতে পিছপা হবে না। আজকে কেউ যদি বলে, ‘আমরা এক হলে তবেই নিরাপদে থাকব’, এই দল তাদের ভুলভাবে ব্যাখ্যা করবে। যারা দেশ ভাঙতে চায়, যারা সমাজকে বিভক্ত করতে চায়, তারাই দেশের ঐক্য বিনষ্ট করছে।”

Next Article