নয়া দিল্লি: কংগ্রেস (Congress) দলের ঐতিহ্যের কথা মনে করাতে বারবার তুলে আনেন নেহরুর প্রসঙ্গ। বারবার তারা দাবি করেছে মোদী সরকারের আমলে জওহরলাল নেহরুর (Jawharlal Nehru) ঐতিহ্য মুছে ফেলা হচ্ছে, নেহরুকে সম্মান দিচ্ছে না মোদী সরকার। আর সোমবার নরেন্দ্র মোদীর (Narendra Modi) মুখে শুধু নেহরু। প্রধানমন্ত্রী নিজেই বললেন, আজ শুধুই নেহরু আর নেহরু। কংগ্রেসকে কটাক্ষ করে বললেন, ‘আপনারা তো নেহরুর কথা শুনতে চান, আজ শুধু নেহরুর কথা বলব, আজ মজা নিন।’ কংগ্রেসকে আক্রমণ করতে এ দিন নেহরুর বক্তব্যকেই হাতিয়ার করলেন মোদী। ইতিহাস ঘেঁটে তুলে আনলেন একের পর এর উদ্ধৃতি।
পেট্রোল থেকে গ্যাস, মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে বলে বারবার বিরোধীরা কাঠগড়ায় তুলেছে মোদী সরকারকে। এ দিন সেই মূল্যবৃদ্ধি নিয়ে কংগ্রেসকে পাল্টা তোপ দাগতে তুলে আনেন নেহরুর উদ্ধৃতি। বলেন, ‘লালকেল্লা নেহরু বার্তা দিয়েছিলেন। যখন গ্লোবালাইজেশন ছিল না, তখন বার্তা দিয়েছিলেন। বলেছিলেন কখনও কখনও কোরিয়ায় যুদ্ধে হলেও আমাদের দেশে প্রভাব পড়ে। তাই দাম বেড়ে যায়। আমেরিকায় কিছু হলেও প্রভাব পড়ে।’ মোদীর দাবি, মূল্যবৃদ্ধি নিয়ে দেশবাসীর সামনে হাত তুলে দিয়েছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী। তাঁর প্রশ্ন, মূল্যবৃদ্ধি কোন পর্যায়ে পৌঁছেছিল যে লালকেল্লা থেকে এ কথা বলতে হয়েছিল নেহরুকে!
মোদীর বক্তব্য তখন শেষের দিকে। বিরোধী আসনে চেঁচামেচি চলছে তখনও। কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর দিকে তাকিয়ে মোদী বললেন, ‘আপনারা তো বলতে থাকেন মোদী নেহরুর নাম নেন না। আজ মন ভরিয়ে দিচ্ছি। আপনাদের তৃষ্ণা মিটিয়ে দিচ্ছি।’
প্রধানমন্ত্রী কর্তব্য নিয়ে কথা বলাতেও অনেকে আপত্তি তুলেছিল। ‘কর্তব্যের মাধ্যমে অধিকার রক্ষা করাটা আমাদের জন্য জরুরি।’ সম্প্রতি এ কথা বলেছিলেন মোদী। সেই ইস্যুতেও শুরু হয় সমালোচনা। সংবিধানের মৌলিক অধিকারের থেকে মৌলিক কর্তব্যকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কি না, সেই প্রশ্ন তুলতে শুরু করে বিরোধীরা। সোমবার সংসদে চোখে আঙুল দিয়ে মোদী বোঝান, কর্তব্যের কথা বলেছিলেন নেহরুও।
আবারও নেহরুর উদ্ধৃতি শোনা যায় মোদীর মুখে। তিনি পড়তে থাকেন সেই উদ্ধৃতি, ‘আমি আপনাদের বলছি। ভারতবর্ষ স্বাধীন হয়েছে। স্বাধীনতার বর্ষপূর্তি আমরা উদযাপন করি। কিন্তু, স্বাধীনতার সঙ্গে সঙ্গেই আসে জিম্মেদারি।’ এই লাইন শেষ করেই মোদী বুঝিয়ে বলেন ‘জিম্মেদারির’ অর্থ হল কর্তব্য। তারপর আবার পড়তে থাকেন। ‘প্রত্যেক স্বাধীন ভারতবাসীর কিছু জিম্মেদারি রয়েছে। আপনারা যদি সেটা বুঝতে না পারেন, তাহলে আপনারা স্বাধীনতার মানেই বুঝলেন না।’ মোদীর বক্তব্য, নেহরু এ ভাবেই কর্তব্যের কথা বলেছিলেন, অথচ কংগ্রেস সেটাও ভুলে গিয়েছে।
কার্যত এ দিন কংগ্রেসের অস্ত্রেই কংগ্রেসকে ঘায়েল করার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী। বিরোধীদের মুখ বন্ধ করতে নেহরুর কথা বললেন প্রধানমন্ত্রী।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
নয়া দিল্লি: কংগ্রেস (Congress) দলের ঐতিহ্যের কথা মনে করাতে বারবার তুলে আনেন নেহরুর প্রসঙ্গ। বারবার তারা দাবি করেছে মোদী সরকারের আমলে জওহরলাল নেহরুর (Jawharlal Nehru) ঐতিহ্য মুছে ফেলা হচ্ছে, নেহরুকে সম্মান দিচ্ছে না মোদী সরকার। আর সোমবার নরেন্দ্র মোদীর (Narendra Modi) মুখে শুধু নেহরু। প্রধানমন্ত্রী নিজেই বললেন, আজ শুধুই নেহরু আর নেহরু। কংগ্রেসকে কটাক্ষ করে বললেন, ‘আপনারা তো নেহরুর কথা শুনতে চান, আজ শুধু নেহরুর কথা বলব, আজ মজা নিন।’ কংগ্রেসকে আক্রমণ করতে এ দিন নেহরুর বক্তব্যকেই হাতিয়ার করলেন মোদী। ইতিহাস ঘেঁটে তুলে আনলেন একের পর এর উদ্ধৃতি।
পেট্রোল থেকে গ্যাস, মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে বলে বারবার বিরোধীরা কাঠগড়ায় তুলেছে মোদী সরকারকে। এ দিন সেই মূল্যবৃদ্ধি নিয়ে কংগ্রেসকে পাল্টা তোপ দাগতে তুলে আনেন নেহরুর উদ্ধৃতি। বলেন, ‘লালকেল্লা নেহরু বার্তা দিয়েছিলেন। যখন গ্লোবালাইজেশন ছিল না, তখন বার্তা দিয়েছিলেন। বলেছিলেন কখনও কখনও কোরিয়ায় যুদ্ধে হলেও আমাদের দেশে প্রভাব পড়ে। তাই দাম বেড়ে যায়। আমেরিকায় কিছু হলেও প্রভাব পড়ে।’ মোদীর দাবি, মূল্যবৃদ্ধি নিয়ে দেশবাসীর সামনে হাত তুলে দিয়েছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী। তাঁর প্রশ্ন, মূল্যবৃদ্ধি কোন পর্যায়ে পৌঁছেছিল যে লালকেল্লা থেকে এ কথা বলতে হয়েছিল নেহরুকে!
মোদীর বক্তব্য তখন শেষের দিকে। বিরোধী আসনে চেঁচামেচি চলছে তখনও। কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর দিকে তাকিয়ে মোদী বললেন, ‘আপনারা তো বলতে থাকেন মোদী নেহরুর নাম নেন না। আজ মন ভরিয়ে দিচ্ছি। আপনাদের তৃষ্ণা মিটিয়ে দিচ্ছি।’
প্রধানমন্ত্রী কর্তব্য নিয়ে কথা বলাতেও অনেকে আপত্তি তুলেছিল। ‘কর্তব্যের মাধ্যমে অধিকার রক্ষা করাটা আমাদের জন্য জরুরি।’ সম্প্রতি এ কথা বলেছিলেন মোদী। সেই ইস্যুতেও শুরু হয় সমালোচনা। সংবিধানের মৌলিক অধিকারের থেকে মৌলিক কর্তব্যকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কি না, সেই প্রশ্ন তুলতে শুরু করে বিরোধীরা। সোমবার সংসদে চোখে আঙুল দিয়ে মোদী বোঝান, কর্তব্যের কথা বলেছিলেন নেহরুও।
আবারও নেহরুর উদ্ধৃতি শোনা যায় মোদীর মুখে। তিনি পড়তে থাকেন সেই উদ্ধৃতি, ‘আমি আপনাদের বলছি। ভারতবর্ষ স্বাধীন হয়েছে। স্বাধীনতার বর্ষপূর্তি আমরা উদযাপন করি। কিন্তু, স্বাধীনতার সঙ্গে সঙ্গেই আসে জিম্মেদারি।’ এই লাইন শেষ করেই মোদী বুঝিয়ে বলেন ‘জিম্মেদারির’ অর্থ হল কর্তব্য। তারপর আবার পড়তে থাকেন। ‘প্রত্যেক স্বাধীন ভারতবাসীর কিছু জিম্মেদারি রয়েছে। আপনারা যদি সেটা বুঝতে না পারেন, তাহলে আপনারা স্বাধীনতার মানেই বুঝলেন না।’ মোদীর বক্তব্য, নেহরু এ ভাবেই কর্তব্যের কথা বলেছিলেন, অথচ কংগ্রেস সেটাও ভুলে গিয়েছে।
কার্যত এ দিন কংগ্রেসের অস্ত্রেই কংগ্রেসকে ঘায়েল করার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী। বিরোধীদের মুখ বন্ধ করতে নেহরুর কথা বললেন প্রধানমন্ত্রী।