‘বিজ্ঞানভিত্তিক পথে যোগাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব?’ চিকিৎসকদের প্রশ্ন মোদীর

Jul 01, 2021 | 4:25 PM

Doctor's Day: কয়েকদিন আগেই যোগগুরু রামদেবের মন্তব্য নিয়ে চিকিৎসক সংগঠন আইএমএ-র সঙ্গে সংঘাত তৈরি হয়। এ বার চিকিৎসক দিবসে সেই যোগার গুরুত্বের কথাই বললেন মোদী।

বিজ্ঞানভিত্তিক পথে যোগাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব? চিকিৎসকদের প্রশ্ন মোদীর
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: একদিকে যোগগুরু রামদেবের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন চিকিৎসকেরা। তখন চিকিৎসক দিবসে যোগাকে গুরুত্ব দেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিকিৎসক উদ্দেশে তিনি বলেন, যাতে যোগা নিয়ে আরও বেশি গবেষণা করা হয় ও মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। বৃহস্পতিবার তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে অনেকেই যোগাকে গুরুত্ব দিচ্ছেন, কয়েক দশক আগেই এই অভ্যাস তৈরি হওয়া উচিৎ ছিল।’ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ আয়োজিত এই ভার্চুয়াল অনুষ্ঠানে মোদী চিকিৎসা ও যোগা সংক্রান্ত বিষয়ে কথা বলেন। করোনা অতিমারিতে চিকিৎসকদের ভূমিকাকে ধন্যবাদও দেন তিনি।

এ দিন মোদী বলেন, ‘স্বাধীনতার পরই যে সচেতনতা তৈরি হওয়া উচিৎ ছিল, বর্তমানে সেটাই তৈরি হচ্ছে। অতিমারির মধ্যে মানুষ বুঝতে পারছেন, করোনা মুক্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠতে যোগা ও প্রাণায়াম কতটা সাহায্য করছে।’ তিনি উল্লেখ করেন, ‘বর্তমানে অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতিতেও যোগাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অনেকেই যোগা নিয়ে গবেষণায় মন দিয়েছেন।’ তাঁর দাবি ভারতীয়রা যোগাকে সহজে বুঝছেন, তাই চিকিৎসকদের উচিৎ এই বিষয়ে গবেষণা করে, বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। প্রমাণ ভিত্তিক গবেষণার মাধ্যমে যোগার বিস্তার বাড়ানো সম্ভব? আইএমএ-র চিকিৎসকদের কাছে প্রশ্ন রাখেন তিনি।

আরও পড়ুন: ড্রোন হামলার পরই কড়া প্রশাসন, রাজৌরিতে নিষিদ্ধ হল ড্রোন কেনাবেচা ও ব্যবহার

রামদেব আরও জানান, আয়ুর্বেদেও প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক আছেন। তাঁরাও অস্ত্রোপচার করেন। শুধু তাই নয়, যোগার মাধ্যমে এ সব রোগের ৯৮ শতাংশ নিরাময় সম্ভব বলেও দাবি করেন তিনি।

ব্ল্যাক ফাঙ্গাস থেকে মুক্তি পেয়ে সূর্য নমস্কার এবং যোগার পরামর্শ দেন তিনি। তাঁর দাবি, কোভিড চিকিৎসার জন্য যে সব ওষুধ দেওয়া হচ্ছে সেগুলো নিয়ে কোনও গবেষণাই করা হয়নি। রামদেবের এমন মন্তব্যের পর আইএমএ-র সঙ্গে তাঁর সংঘাত তৈরি হয়েছিল। রামদেবের এই সব মন্তব্যের পর তাঁকে একট নোটিস দিয়ে বলা হয়, বাবা রামদেব ১৫ দিনের মধ্যে তাঁর বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে আইএমএ তাঁর বিরুদ্ধে ১হাজার কোটি টাকা দাবি করবে। লিখিতভাবে ক্ষমা চাওয়ার কথাও বলা হয়েছিল তাঁকে।

Next Article