ভুবনেশ্বর: ২০২৩ সালের পুরুষদের হকি বিশ্বকাপ হবে ভারতে। ওড়িশার বিভিন্ন স্টেডিয়ামে হবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। ১৩ জানুয়ারি শুরু হবে এই বিশ্বকাপ। চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। সেই প্রতিযোগিতায় অন্যতম ফেভারিট ভারতীয় পুরুষ হকি দল। ভারতীয় দলের হাতে বিশ্বকাপ দেখতে চাইছেন গোটা ভারতবাসী। বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে ভারতীয় দলকে উদ্বুব্ধ করতে পুরস্কারের ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। হকি বিশ্বকাপের জন্য রৌরকেল্লার বিরসা মুণ্ডা হকি স্টেডিয়াম কমপ্লেক্সের উদ্বোধনে গিয়েছিসেন নবীন। সেখানে গিয়ে তিনি ঘোষণা করেছেন, ভারতীয় দল হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে জয়ী দলের প্রত্যেক সদস্যকে এক কোটি টাকা করে পুরস্কার দেওয়া হবে।
ভারতীয় দল বিশ্বকাপ জিতলে পুরস্কার দেওয়ার বিষয়টি নিয়ে নবীন পট্টনায়েক বলেছেন, “যদি আমরা বিশ্বকাপ জিততে পারি তাহলে ভারতীয় দলের প্রত্যেক খেলোয়াড়কে এক কোটি টাকা করে পুরস্কার দেওয়া হবে। আমি ভারতীয় দলকে আগামী প্রতিযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা রাখছি তাঁরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবেন।” ওড়িশার মুখ্যমন্ত্রীর কাছ থেকে উৎসাহ পেয়ে উচ্ছ্বসিত হকি দলের খেলোয়াড়রাও। তাঁরা নবীনকে ধন্যবাদ জানানোর জানানোর পাশাপাশি প্রাণ দিয়ে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন।
৯ মাসের মধ্যে ওড়িশায় গড়ে তোলা হয়েছে হকি বিশ্বকাপ ভিলেজ। সমস্ত উন্নতমানের পরিষেবার পাশাপাশি ২২৫টি ঘর রয়েছে সেই ভিলেজে। এই সব ভিলেজেই বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের খেলোয়াড়, কোচ ও প্রশিক্ষণের সঙ্গে যুক্তরা থাকবেন। এই ভিলেজ উদ্বোধন উপলক্ষে চাঁদের হাট বসেছিল। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ছাড়াও উপস্থিত ছিলেন ওড়িশার ক্রীড়ামন্ত্রী টিকে বেহেরা, হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে, সেক্রেটারি ভিকে প্রধান-সহ একাধিক ব্যক্তিত্ব।