Navy Helicopter Crash: কোচিতে ভেঙে পড়ল নৌসেনার কপ্টার, মৃত ১

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 04, 2023 | 5:06 PM

Navy Chopper Crash: শনিবার কেরলের কোচিতে আইএনএস গরুদায় নৌসেনার চেতক হেলিকপ্টারের রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। ট্রেনিং ড্রিল চলাকালীন আচমকাই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় একজন গ্রাউন্ড ক্রু-র মৃত্যু হয়েছে।

Navy Helicopter Crash: কোচিতে ভেঙে পড়ল নৌসেনার কপ্টার, মৃত ১
প্রতীকী চিত্র
Image Credit source: Twitter

Follow Us

কোচি: ভেঙে পড়ল নৌসেনার কপ্টার। শনিবার কেরলের কোচিতে নৌসেনার এয়ার স্টেশনের রানওয়েতেই ভেঙে পড়ে চেতক হেলিকপ্টার। জানা গিয়েছে, রুটিন ট্রেনিং ড্রিল চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। ওই সময়ে হেলিকপ্টারে ছিলেন দুইজন। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

ভারতীয় নৌসেনা সূত্রে জানা গিয়েছে, শনিবার কেরলের কোচিতে আইএনএস গরুদায় নৌসেনার চেতক হেলিকপ্টারের রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। ট্রেনিং ড্রিল চলাকালীন আচমকাই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় একজন গ্রাউন্ড ক্রু-র মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তকারী বোর্ড গঠন করা হয়েছে।

নৌসেনার বিবৃতিতে আরও জানানো হয়েছে, গ্রাউন্ড মেইন্টেন্যান্সের কাজ চলার সময়ে চেতক হেলিকপ্টারটি ভেঙে পড়ে। একজন নাবিকের মৃত্য়ু হয়েছে।

Next Article