Kambalwale baba: ‘কম্বলবালে বাবা’ কুসংস্কার না সনাতন ধর্ম? মহারাষ্ট্রের রাজনীতিতে নয়া নাটক
মুম্বই: গত কয়েক বছরে একের পর এক নাটকের সাক্ষী হয়েছে মহারাষ্ট্র রাজনীতি। বারবার বদলেছে সরকার, বারবার বদলেছে জোটের সমীকরণ। ফের মহারাষ্ট্রের রাজনীতিতে শুরু হয়েছে নয়া নাটক। তবে, এবার কোনও দলবদল বা সরকার বদল নয়। এবারের নাটকের কেন্দ্রীয় চরিত্র এক বাবাজি, ‘কম্বলবালে বাবা’। সম্প্রতি, রাজস্থান থেকে কম্বলবালে বাবাকে মহারাষ্ট্রের ঘাটকোপারে নিয়ে এসেছিলেন বিজেপি বিধায়ক রাম কদম। […]
মুম্বই: গত কয়েক বছরে একের পর এক নাটকের সাক্ষী হয়েছে মহারাষ্ট্র রাজনীতি। বারবার বদলেছে সরকার, বারবার বদলেছে জোটের সমীকরণ। ফের মহারাষ্ট্রের রাজনীতিতে শুরু হয়েছে নয়া নাটক। তবে, এবার কোনও দলবদল বা সরকার বদল নয়। এবারের নাটকের কেন্দ্রীয় চরিত্র এক বাবাজি, ‘কম্বলবালে বাবা’। সম্প্রতি, রাজস্থান থেকে কম্বলবালে বাবাকে মহারাষ্ট্রের ঘাটকোপারে নিয়ে এসেছিলেন বিজেপি বিধায়ক রাম কদম। ১৪ ও ১৫ সেপ্টেম্বর ঘাটকোপারে বাবাজির এক শিবির আয়োজন করেছিলেন তিনি। বিজেপি বিধায়কের দাবি, প্রতিবন্ধীদের গায়ে কম্বল জড়িয়ে দিয়ে তাঁদের সুস্থ করে দিুতে পারেন এই বাবাজি। কিন্তু, ঘাটকোপরের শিবিরে তিনি কম্বলের আড়ালে মহিলাদের আপত্তিকর ভাবে স্পর্শ করেছেন বলে, অভিযোগ উঠেছে। আর তারপরই, এই বিষয়কে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছে কংগ্রেস ও এনসিপি। মহা বিকাশ আগাড়ি জোটের দুই শরিক দল, বিজেপি বিধায়কের বিরুদ্ধে কুসংস্কার ছড়ানোর অভিযোগ তুলেছে। তবে, শিবসেনা (উদ্ধব ঠাকরে) এখনও এই বিষয়ে মুখ খোলেনি।
‘কম্বলবালে বাবা’ ইস্যুতে বিজেপিকে আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন এনসিপি সাংসদ তথা শরদ পওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে। বিজেপি বিধায়কের উপস্থিতিতে, বাবাজি মহিলাদের আপত্তিকরভাবে স্পর্শ করেছেন বলে অভিযোগ করেছেন এনসিপি নেত্রী। সোশ্যাল মিডিয়ায় সুপ্রিয়া সুলে বলেছেন, “রাজস্থানের এক বাবাজি প্রতিবন্ধী ব্যক্তিদের গায়ে কম্বল জড়িয়ে দিয়ে তাঁদের সুস্থ করার দাবি করছেন। এই দাবির আড়ালে, মুম্বইয়ের ঘাটকোপার এলাকায় বিজেপির এক বিধায়কের উপস্থিতিতে মহিলাদের অনুপযুক্তভাবে স্পর্শ করছেন ওই ব্যক্তি। দুঃখের বিষয় মহারাষ্ট্রে কুসংস্কার ও কালাজাদু বিরোধী আইন থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মহিলাদের যৌন হেনস্থা করা হচ্ছে, সরকার এই বাবাজির বিরুদ্ধে কবে কোনও দৃঢ় পদক্ষেপ নেবে?” তিনি আরও দাবি করেছেন, “বিধায়কের প্রত্যক্ষ সমর্থনে কুসংস্কার ছড়ানো হচ্ছে। কাজেই এই ধরনের ব্যক্তির বিরুদ্ধে সরকার আদৌ কোনও ব্যবস্থা নেবে কিনা, সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। প্রগতিশীল চিন্তাভাবনার জায়গা মহারাষ্ট্র। এখানে এই ধরনের ভণ্ড বাবা ও কুসংস্কারের অনুমতি দেওয়া উচিত নয়।”
(Indian Chiropractor) Kale Kambal wale baba claiming to cure paralysis, polio, diabities & other diseases by just touching the people and twisting hands & legs. People visiting in thousands every day at Manda village, Rajasthan. pic.twitter.com/5qDisC9mq7
— Pranav ⚛☮ (@Free_Thinker_Me) July 13, 2023
রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ারও এই ইস্যুতে বিজেপির কড়া নিন্দা করেছেন। তিনি বলেছেন, “একদিকে চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে ভারত। অন্যদিকে বিজেপি বিধায়করা কুসংস্কার ছড়াচ্ছেন। বিজেপি কি এমন কুসংস্কারকে সমর্থন করে? সরকার কি এমন কুসংস্কারে বিশ্বাসী? সরকার কি এই ঘটনার বিষয়ে কোনও ব্যবস্থা নেবে?” কুসংস্কার ছড়ানোর জন্য বিধায়ক রাম কদমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মহারাষ্ট্রের বিরোধী দলনেতা।
Kali kambal wale baba from Rajasthan
Is this a case of child abuse? pic.twitter.com/Qlb6um2Ytj
— Ankush (@imankush0) January 28, 2023
এদিকে, এনসিপি এবং কংগ্রেসের তীব্র আক্রমণের মুখেও বিজেপি বিধায়ক রাম কদম দাবি করেছেন, কম্বলবালে বাবা সত্যিকারের অলৌকিক ক্ষমতার অধিকারী। তিনি কোনও কুসংস্কার ছড়াচ্ছেন না। বরং, কম্বলবালে বাবার চিকিৎসাকে তিনি ‘সনাতন ধর্ম’ বলে দাবি করেছেন। এক ভিডিয়ো প্রকাশ করে বিজেপি বিধায়ক বলেছেন, “আমি নিজেও একজন বিজ্ঞানের ছাত্র। কম্বলবালে বাবার বিষয়ে আমার নিজের অভিজ্ঞতা আছে। তাঁর কাছে গিয়ে আমার পরিবারের সদস্যরা উপকার পেয়েছেন। যাঁরা এই সনাতন ধর্মাচারকে কুসংস্কার বলছে, তাদের উচিত সঙ্গে করে ডাক্তার নিয়ে আসা। আগে পরীক্ষা করে দেখা উচিত, তারপরই এই বিষয়ে কোনও কথা বলা উচিত। আমি কুসংস্কার ছড়াচ্ছি না।”