Jitendra Awhad: হলে ঢুকে বন্ধ করলেন মারাঠি ছবির প্রদর্শন, গ্রেফতার মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Nov 11, 2022 | 5:41 PM

Jitendra Awhad arrested: সিনেমা হলে ঢুকে একটি মারাঠি ফিল্মের প্রদর্শন বন্ধ করে দেওয়া এবং দর্শকদের মারধর করার অভিযোগে, শুক্রবার (১১ নভেম্বর) মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা জিতেন্দ্র অওহাদকে গ্রেফতার করল থানে পুলিশ।

Jitendra Awhad: হলে ঢুকে বন্ধ করলেন মারাঠি ছবির প্রদর্শন, গ্রেফতার মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী
মহা বিকাশ আগারি সরকারে আবাসন মন্ত্রী ছিলেন জিতেন্দ্র অওহাদ

Follow Us

মুম্বই: সিনেমা হলে ঢুকে একটি মারাঠি ফিল্মের প্রদর্শন বন্ধ করে দেওয়া এবং দর্শকদের মারধর করার অভিযোগে, শুক্রবার (১১ নভেম্বর) মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা জিতেন্দ্র অওহাদকে গ্রেফতার করল থানে পুলিশ। গত সোমবার, রাতে থানে শহরের এক মাল্টিপ্লেক্সের দরজা ভেঙে ঢুকে ‘হর হর মহাদেব’ নামে একটি মারাঠি চলচ্চিত্রের প্রদর্শন বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল জিতেন্দ্র ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। এদিন সেই ঘটনার প্রেক্ষিতেই থানের ভর্তক নগর থেকে তাঁকে গ্রেফতার করা হল।

মাল্টিপ্লেক্সে ঢুকে শুধু ফিল্ম প্রদর্শন বন্ধ করে দেওয়াই নয়, সেই সঙ্গে ফিল্ম দেখতে আগত দর্শকদেরও মারধর করার অভিযোগও উঠেছে। এই ঘটনার একটি ভিডিয়ো ফুটেজ ভাইরাল হয়েছে। সেই ফুটেজে দেখা যাচ্ছে জোর করে ফিল্মের প্রদর্শন বন্ধ করে দেওয়ার বিরোধিতা করেছিলেন দর্শকরা। তারপর তাদেরকেও মারধর করেন জিতেন্দ্র ও তাঁর অনুগামীরা। তাঁরা দাবি করেছিলেন, ওই ফিল্মে ছত্রপতি শিবাজি মহারাজের ইতিহাস বিকৃত করা হয়েছে।

ওই ঘটনার প্রেক্ষিতে এদিন তাঁকে ভর্তক নগর থানায় ডাকা হয়েছিল বলে, টুইট করে জানিয়েছিলেন জিতেন্দ্র অওহাদ। পরে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে হামলা করা এবং শান্তি ভঙ্গ করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অপমান করার অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। তাঁর গ্রেফতারির পরই ভর্তক নগর থানার বাইরে তাঁর অনুগামীরা বিক্ষোভ প্রদর্শন শুরু করেছিলেন। বিত্রোঊকারীদের অনেককে আটক করা হয়। তাঁদের মধ্যে প্রাক্তন সাংসদ আনন্দ পরাঞ্জাপেও ছিলেন।

মহা বিকাশ আগারি সরকারে আবাসন মন্ত্রী ছিলেন জিতেন্দ্র অওহাদ। সোমবার রাতের ওই ঘটনার পর, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস জানান, হর হর মহাদেব সিনেমা দেখতে গিয়েছিলেন যাঁরা, তাঁদের মারধর করার ঘটনা সহ্য করা হবে না। এই ঘটনায় যারা জড়িত, তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “গনতান্ত্রিকভাবে যে কেউ তাদের প্রতিবাদ জানাতেই পারেন। আমি ফিল্মটি দেখিনি। বিতর্কের বিষয়ে কিছু জানি না।”

Next Article