Sharad Pawar: ‘মণিপুরের থেকে ক্ষমতায় ফেরা নিয়ে বেশি চিন্তিত প্রধানমন্ত্রী’, ২০২৪-র ভবিষ্যদ্বাণী করলেন পওয়ার

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 17, 2023 | 9:27 AM

Lok Sabha Election 2024: বুধবার মহারাষ্ট্রের বীড়ে একটি জনসভা থেকে শরদ পওয়ার বলেন, "প্রধানমন্ত্রী মণিপুরের থেকে বেশি চিন্তিত ২০২৪ সালে কীভাবে ক্ষমতায় ফিরবেন, তা নিয়ে। মণিপুর ৯০ দিন ধরে জ্বলছে। আমি ভেবেছিলাম প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মণিপুরের সমস্যা  তুলে ধরবেন।"

Sharad Pawar: মণিপুরের থেকে ক্ষমতায় ফেরা নিয়ে বেশি চিন্তিত প্রধানমন্ত্রী, ২০২৪-র ভবিষ্যদ্বাণী করলেন পওয়ার
প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ শরদ পওয়ারের।
Image Credit source: PTI

Follow Us

মুম্বই: একদিকে যেখানে জল্পনা চলছে কাকা-ভাইপোর মধ্যে গোপনে ‘সেটিং’ নিয়ে, সেখানেই ভাইপো অজিত পওয়ারকে কড়া সতর্কবার্তা দিলেন শরদ পওয়ার (Sharad Pawar)। বুধবারই এনসিপি প্রধান জানিয়ে দিলেন, যদি অজিত পওয়ার (Ajit Pawar) নিজের শিবিরের প্রচারে পোস্টার-ব্যানারে তাঁর ছবি ব্যবহার বন্ধ না করে, তবে তিনি বিচার ব্যবস্থার দ্বারস্থ হবেন।  একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ও তাঁর সরকারকেও মণিপুর হিংসা নিয়ে আক্রমণ করেন।

বুধবার মহারাষ্ট্রের বীড়ে একটি জনসভা থেকে শরদ পওয়ার বলেন, “অজিত আমার ছবি ব্য়বহার করতে পারে না। যদি ব্যানার-পোস্টারে আমার ছবি ব্যবহার বন্ধ না করে ওঁর শিবির, তবে আমি আইনি পথে হাঁটব।”

একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেন এনসিপি নেতা। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মণিপুরের থেকে বেশি চিন্তিত ২০২৪ সালে কীভাবে ক্ষমতায় ফিরবেন, তা নিয়ে। মণিপুর ৯০ দিন ধরে জ্বলছে। আমি ভেবেছিলাম প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মণিপুরের সমস্যা  তুলে ধরবেন। কিন্তু মনে হচ্ছে উনি দেবেন্দ্র ফড়ণবীসের কাছ থেকে শিক্ষা নিয়েছেন। তিনিও ২০১৯ সালের নির্বাচনের আগে বারংবার বলতেন যে আবার মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী হিসাবে ক্ষমতায় ফিরবেন। তবে তিনি মুখ্যমন্ত্রী নন, তার অধীনস্থ পদে ফিরে এসেছেন।”

তিনি আরও বলেন, “সাধারণ মানুষ মোদী সরকারকে বিদায় জানাবে বলে স্থির করেছে। উনি যত ইচ্ছা বলতেই পারেন যে আবার ক্ষমতায় ফিরবেন, কিন্তু তা হবে না। আমি নিশ্চিত। মণিপুর জ্বলছে, সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশের উপরে আক্রমণ করা হচ্ছে। মহিলাদের নগ্ন করে ঘোরানো হচ্ছে। আর মোদী সরকার নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রয়েছেন।”

Next Article