নয়া দিল্লি: একদিকে সংসদের ভিতরে দুই ব্যক্তি স্মোক বম্ব নিয়ে ছুটছিলেন বাইরে সেই সময় আরও দুজনকে ওই স্মোক বম্ব হাতে দেখা যায় গত বুধবার। ওই মুহূর্তের ভিডিয়োতে দেখা যাচ্ছে, নীল কুর্তা এক মহিলা হাত তুলে চীৎকার করছেন। সেই নীলম আজাদকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। হরিয়ানার জিন্দ জেলার ঘাসো খুর্দ গ্রামের মেয়ে নীলম সম্পর্কে জানা গিয়েছে, বরাবরই তিনি একটু অন্যরকম। পরিবার, প্রতিবেশী সবাই জানে ছোট থেকেই নীলম অন্যদের থেকে আলাদা।
দ্য প্রিন্ট পত্রিকাকে তাঁর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, নীলমের ঘরে গেলে দেখা যাবে দেওয়ালে লাগানো ভগৎ সিং, বি আর আম্বেদকরের ছবি। রয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ছবিও। সঙ্গে রয়েছে বিশ্বের মানচিত্র। ভগৎ সিং-এর কাজ তাঁকে এতটাই অনুপ্রাণিত করে যে নিজের পদবী বদলে আজাদ করে নিয়েছেন নীলম নিজেই। আসলে নীলমের পদবী বর্মণ।
এই প্রথমবার তিনি নজরে এসেছেন ঠিকই, তবে কৃষক আন্দোলনের সময়েও দেখা গিয়েছিল তাঁকে। সেই সময়েই নিজের পদবী বদল করেছিলেন তিনি। শুধু তাই নয়, সম্প্রতি কুস্তিগীরদের আন্দোলনেও ছিলেন নীলম। তবে নীলমের পরিবারের দাবি, বেকারত্বের প্রশ্ন সব সময়ই সুর চড়াতেন নীলম। তিনবার ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় বসলেও ব্যর্থ হয়েছিলেন তিনি।
সংসদের ওই ঘটনার পর ভিডিয়োটি প্রথম দেখেন নীলমের দাদা। তিনিই পরিবারকে পুরো বিষয়টা জানান। নীলমের মায়ের দাবি, শুধু স্লোগানই দেওয়া হয়েছে, বোমা ফেলা হয়নি, তাই নীলমকে গ্রেফতার করার কোনও যুক্তি নেই। নীলমের গ্রামের লোকেরা বলছেন, অত্যন্ত ভদ্র মেয়ে নীলম। গণতন্ত্রে প্রতিবাদ জানানোর অধিকার প্রত্যেকের আছে বলে দাবি করছেন তাঁরা।