তালিকায় টপাররাও, আজ ফের NEET পরীক্ষা ১৫৬৩ জনের, আবার প্রশ্ন ফাঁস হবে না তো?

সুমন মহাপাত্র | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 23, 2024 | 12:24 PM

NEET Re-examination: জানা গিয়েছে, আজ দুপুর ২ টো থেকে শুরু হবে পরীক্ষা। চলবে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত। ১৫৬৩ জনের পরীক্ষার্থীর তালিকায় রয়েছেন নিট-র টপাররাও। দেশজুড়ে মোট ৭টি কেন্দ্রে পরীক্ষা হবে। এর মধ্যে ৬টি কেন্দ্রই নতুন।

তালিকায় টপাররাও, আজ ফের NEET পরীক্ষা ১৫৬৩ জনের, আবার প্রশ্ন ফাঁস হবে না তো?
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: আজ ফের নিট পরীক্ষা। তবে লক্ষাধিক পরীক্ষার্থী নয়, ১৫৬৩ জন পরীক্ষার্থীর জন্য ফের আয়োজন করা হয়েছে নিট পরীক্ষার (NEET Re-examination)। তালিকায় রয়েছেন প্রথম দশে নাম থাকা টপারদেরও। গ্রেস মার্কস প্রাপ্ত পরীক্ষার্থীরাই আজ ফের পরীক্ষায় বসবে। তবে সকলের মনেই একটা প্রশ্ন, আবার প্রশ্ন ফাঁস হবে না তো?

নিট নিয়ে বিতর্কে জর্জরিত কেন্দ্র। পরীক্ষার আগের রাতেই ফাঁস হয়েছিল প্রশ্নপত্র, এমনটাই তদন্তে উঠে আসছে। ধরা পড়ছে একের পর এক ‘সলভার গ্যাং’-র মাথা। এদিকে, নিট পরীক্ষার গ্রেস মার্কস নিয়েও বিস্তর বিতর্ক রয়েছে। চাপে পড়েই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) বা এনটিএ সুপ্রিম কোর্টে জানিয়েছিল গ্রেস মার্কস প্রাপ্ত ১৫৬৩ জনের মার্কশিট বাতিল করা হচ্ছে। তাদের জন্য ফের পরীক্ষার আয়োজন করা হবে। আজ, ২৩ জুন পুনরায় নিট পরীক্ষা হবে। ফল প্রকাশ হবে ৩০ জুন।

জানা গিয়েছে, আজ দুপুর ২ টো থেকে শুরু হবে পরীক্ষা। চলবে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত। ১৫৬৩ জনের পরীক্ষার্থীর তালিকায় রয়েছেন নিট-র টপাররাও। দেশজুড়ে মোট ৭টি কেন্দ্রে পরীক্ষা হবে। এর মধ্যে ৬টি কেন্দ্রই নতুন।

পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে কড়া নিরাপত্তা। উপস্থিত থাকবেন ন্যাশনাল টেস্টিং এজেন্সির আধিকারিকরাও। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফেও আধিকারিকরা আসবেন বলে জানা গিয়েছে।

প্রশ্ন ফাঁস বা অন্য ধরনের যেকোনও অপ্রীতিকর ঘটনা রুখতে পদক্ষেপ নেবে এনটিএ।

Next Article