Amit Shah on CrPC and IPC: ভারতীয় দণ্ডবিধি নিয়ে নয়া খসড়া বিল পেশ হবে সংসদে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 29, 2022 | 7:10 AM

Amit Shah on CrPC and IPC: শীঘ্রই সংসদে ফৌজদারি কার্যবিধি ও ভারতীয় দণ্ডবিধির জন্য নতুন খসড়া বিল পেশ করা হবে। বৃহস্পতিবার 'চিন্তন শিবির' থেকে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Amit Shah on CrPC and IPC: ভারতীয় দণ্ডবিধি নিয়ে নয়া খসড়া বিল পেশ হবে সংসদে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি সৌজন্যে : টুইটার

Follow Us

নয়া দিল্লি: সামনেই সংসদের শীতকালীন অধিবেশন (Winter Session of Parliament)। সেই অধিবেশনে যেমন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, সেরকমই উত্থাপিত হতে পারে একাধিক বিল। এবার তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার জানিয়েছেন, শীঘ্রই সংসদে ফৌজদারি কার্যবিধি (Code of Criminal Procedure) ও ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code) জন্য নতুন খসড়া বিল পেশ করা হবে।

সম্প্রতি হরিয়ানার সুরজকুন্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দু’দিনের একটি ‘চিন্তন শিবির’এর আয়োজন করা হয়েছিল। সেখানে সব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার পর এই অনুষ্ঠানের সমাপ্তি হয়। বৃহস্পতিবার এই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় শাহ বলেছেন, ‘ফৌজদারি কার্যবিধি ও ভারতীয় দণ্ডবিধির উন্নতির বিষয়ে বেশ কিছু পরামর্শ এসেছে। আমি বিশদে সেগুলিতে নজর রাখছি। প্রতিদিন বেশ কয়েক ঘণ্টা এর পিছনে ব্যয় করছি।’ তিনি আরও বলেছিলেন, ‘শীঘ্রই সংসদে আমরা ফৌজদারি কার্যবিধি (Code of Criminal Procedure) ও ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code) নয়া খসড়া নিয়ে আসব সংসদে।’

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ মাসেই কেন্দ্রীয় সরকার ফৌজদারি কার্যবিধি, ভারতীয় দণ্ডবিধি ও ভারতীয় প্রমাণ আইন ১৮৭২ সংশোধনের পরামর্শ দেওয়ার জন্য একটি ফৌজদারি আইন সংস্কার কমিটি (Criminal Law Reforms Committee) গঠন করেছিল। এই কমিটির শীর্ষে ছিলেন ন্যাশনাল ল ইউনিভার্সিটি দিল্লির তৎকালীন উপাচার্য ডঃ রণবীর সিং। এই কমিটি জনগণের কাছ থেকে পরামর্শ নেওয়ার পর এই বছর ফেব্রুয়ারি মাসে সরকারের কাছে একটি রিপোর্ট পেশ করে। আর এপ্রিল মাসে আইনমন্ত্রী রাজ্যসভায় জানিয়েছিলেন, সরকার ফৌজদারি আইনের প্রক্রিয়া পর্যালোচনা করে দেখছে। এবার সেক্ষেত্রে কিছুটা পরিবর্তনেরই আভাস শোনা গেল স্বরাষ্ট্রমন্ত্রীর কণ্ঠে।

Next Article