বিমান চড়ার আগে ব্যাগের নয়া নিয়ম জেনে নিন, এদিক-ওদিক হলেই গুনতে হবে কড়কড়ে অতিরিক্ত টাকা

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 25, 2024 | 7:53 AM

Flight Rules: শুধু ব্য়াগের সংখ্যাই নয়, তার ওজনও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যাত্রীদের সঙ্গে থাকা হ্যান্ড ব্যাগেজের ওজন ৭ কেজির বেশি হতে পারবে না। যদি এই নিয়ম না মানেন যাত্রীরা, তবে বিমানবন্দরে তাদের অতিরিক্ত টাকা দিতে হবে সফর করার জন্য।

বিমান চড়ার আগে ব্যাগের নয়া নিয়ম জেনে নিন, এদিক-ওদিক হলেই গুনতে হবে কড়কড়ে অতিরিক্ত টাকা
প্রতীকী চিত্র।
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: বছর শেষে বা নতুন বছরে ঘুরতে যাচ্ছেন ফ্লাইটে চেপে? তবে এই নিয়ম জেনে রাখুন, নাহলে গচ্ছা যাবে অনেকগুলো টাকা। বদলে গেল বিমানে ব্যাগপত্র নিয়ে যাওয়ার নিয়ম। যদি এই নিয়ম না মানেন যাত্রীরা, তবে বিমানবন্দরে তাদের অতিরিক্ত টাকা দিতে হবে সফর করার জন্য। কী সেই নিয়ম?

ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফে বিমান সফরে যাত্রীদের ব্যাগেজ পলিসিতে পরিবর্তন করা হয়েছে। বিসিএএসের নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীরা হাতে একটি মাত্র ব্য়াগই রাখতে পারবেন। হ্যান্ড লাগেজ হিসাবে একাধিক ব্যাগ নিয়ে বিমানে উঠতে পারবেন না। তা সে অন্তর্দেশীয় হোক বা আন্তর্জাতিক ফ্লাইট। সব ক্ষেত্রেই এক নিয়ম প্রযোজ্য।

শুধু ব্য়াগের সংখ্যাই নয়, তার ওজনও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যাত্রীদের সঙ্গে থাকা হ্যান্ড ব্যাগেজের ওজন ৭ কেজির বেশি হতে পারবে না। তবে ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাসে যারা সফর করবেন, তাদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। সর্বাধিক ১০ কেজির কাছাকাছি ওজনের ব্যাগ নিয়ে তারা বিমানে উঠতে পারবেন। বাকি ব্যাগ চেক ইন করাতে হবে। হ্যান্ড ব্যাগের আয়তনও উচ্চতায় ৫৫ সেন্টিমিটার ও চওড়ায় ৪০ সেন্টিমিটারের বেশি হওয়া যাবে না।

কোন ক্ষেত্রে ছাড়?

জানানো হয়েছে, চলতি বছরের ২ মে-র আগে যে টিকিট কাটা হয়েছে, সেক্ষেত্রে ব্যাগের ওজনে কিছুটা ছাড় দেওয়া হবে। ইকোনমি ক্লাসের যাত্রীদের ব্য়াগের ওজন ৮ কেজি, প্রিমিয়াম ইকোনমির যাত্রীদের ১০ কেজি এবং ফার্স্ট ক্লাস ও বিজনেস ক্লাসের যাত্রীরা সর্বাধিক ১২ কেজি পর্যন্ত ওজনের ব্যাগ বহন করতে পারবেন।

ইন্ডিগো এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, একটি কেবিন ব্যাগের পাশাপাশি তারা একটি পার্সেনাল ব্য়াগ, যেমন লেডিস ব্যাগ বা ছোট ল্যাপটপ ব্যাগ বহন করার অনুমতি দেবে। তবে তার ওজন ৩ কেজির কম হতে হবে।

Next Article