নয়া দিল্লি: কোথায় গেল ভারতের ২৩.৩ লক্ষ হেক্টর জমির গাছ? কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক, সার্ভে অব ইন্ডিয়া এবং কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের কাছে জানতে চাইল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা এনজিটি। সম্প্রতি, ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রে, ‘গ্লোবাল ফরেস্ট ওয়াচ’-এর তথ্যের ভিত্তিতে একটি সংবাদ প্রকাশ হয়েছিল। এই সংবাদের ভিত্তিতেই স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি নিয়ে পদক্ষেপ করেছে গ্রিন ট্রাইব্যুনাল।
হারিয়ে গিয়েছে ৬ শতাংশ বনাঞ্চল
উপগ্রহ তথ্য এবং অন্যান্য উত্স ব্যবহার করে বনাঞ্চলের পরিবর্তনের উপর নজর রাখে ‘গ্লোবাল ফরেস্ট ওয়াচ। তাদের তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০২৩ সালের মধ্যে ভারত ২৩.৩ লক্ষ হেক্টর গাছের আচ্ছাদন হারিয়েছে। যা ভারতের সামগ্রিকভাবে সবুজ আচ্ছাদিত এলাকার ৬ শতাংশ। একই সময়ে দেশের ৪.১৪ লক্ষ হেক্টর হিউমিড প্রাইমারি ফরেস্ট হারিয়ে গিয়েছে। অথচ, এই সময়ে গাছপালা আমাদের কতটা উপকার করেছে জানেন?
যেভাবে কার্বন কমাচ্ছে গাছপালা
বর্তমান পৃথিবীর অন্যতম গুরু সমস্যা কার্বনডাই অক্সাইড নির্গমন। প্রতিবেদন অনুযায়ী, ২০০১ থেকে ২০২২ সালের মধ্যে, ভারতের বনগুলি বছরে ৫ কোটি ১০ লক্ষ টন করে কার্বন ডাই অক্সাইড নির্গত করেছে। কিন্তু, একই সময়ে ১৪ কোটি ১০ লক্ষ টন কার্বন ডাই অক্সাইড অপসারণও করেছে। ফলে প্রতি বছর মোট ৮ কোটি ৯৯ লক্ষ টন করে কার্বন ডাই অক্সাইড কমেছে। এই ২১ বছর সময়কালে ১.১২ গিগাটন কার্বন ডাই অক্সাইড অপসারন করেছে বনাঞ্চলগুলি।
কেন কমছে সবুজের আচ্ছাদন?
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মানুষজনিত এবং প্রাকৃতিক – দুই কারণেই কমেছে সবুজের আচ্ছাদন। গাছকাটা, আগুন লাগা, দাবানল, ঝড়ের মতো কারণে কমেছে গাছপালা। গ্লোবাল ফরেস্ট ওয়াচের তথ্য অনুসারে, ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত, ভারতে ৯৫ শতাংশ সবুজই কমেছে প্রাকৃতিক বনাঞ্চলে।
দায়ী উত্তর-পূর্ব
আরও জানা গিয়েছে, ২০০১ থেকে ২০২৩-এর মধ্যে ভারতে যত গাছপালা কমেছে, তার ৬০ শতাংশের জন্যই দায়ী পাঁচটি রাজ্য। পাঁচটিই উত্তর পূর্ব ভারতের রাজ্য। সবথেকে বেশি বনাঞ্চলের ক্ষতি হয়েছে অসমে। ২২ বছরে হাওয়া হয়ে গিয়েছে ৩ লক্ষ ২৪ হাজার হেক্টর বনাঞ্চল। এরপর রয়েছে মিজোরাম (৩ লক্ষ ১২ হাজার হেক্টর), অরুণাচল প্রদেশ (২ লক্ষ ৬২ হাজার হেক্টর), নাগাল্যান্ড (২ লক্ষ ৫৯ হাজার হেক্টর) এবং মণিপুর (২ লক্ষ ৪০ হাজার হেক্টর)।
গ্রিন ট্রাইবুনালের নির্দেশ
ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল বলেছে, এই বিপুল সবুজের ক্ষতি ইঙ্গিত দিচ্ছে, , বন সংরক্ষণ আইন, ১৯৮০, বায়ু (দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) আইন এবং পরিবেশ সুরক্ষা আইনের পরিষ্কার লঙ্ঘন হয়েছে। তাই, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক, সার্ভে অব ইন্ডিয়া এবং কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডকে নোটিস পাঠিয়েছে তারা। ২৮ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে।