শ্রীনগর : ভারত-পাকিস্তানের রবিবাসরীয় ম্যাচ নিয়ে উত্তেজনা বাড়ছে ক্রমশ। এই ম্য়াচ ঘিরে সন্ধের পর থেকেই রাস্তা-ঘাট ফাঁকা হয়ে যাবে তা আশা করাই যায়। তবে এশিয়া কাপে ভারত-পাকিস্তানের এই ম্যাচটি জোট বেঁধে দেখতে বারণ করে দেওয়া হল। শ্রীনগর ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির পড়ুয়াদের এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের তরফে। এর পাশাপাশি ম্যাচ সংক্রান্ত কোনও বিষয়বস্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে নিষেধ করা হয়েছে। স্টুডেন্টস ওয়েলফেয়ারের ডিনের জারি করা নোটিসে, শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পড়ুয়াদের এই ম্যাচের সময় যার যার কক্ষে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় জরিমানা ও হোস্টেল থেকে বেরা করে দেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।
গত বছর অক্টোবর মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। যদিও সেই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। তবে সেই সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের হয়ে পোস্ট করতে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা একাধিক পড়ুয়াদের। তাঁদের মধ্যে ছিলেন কাশ্মীরিরাও। আগ্রা জেলা আদালতে তাঁদের বিরুদ্ধে মামলাও রুজু হয়েছিল। এহেন ঘটনার পুনরাবৃত্তি আটকাতেই অগ্রিম পদক্ষেপ করা হয়েছে শ্রীনগর এনআইটির তরফে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শিক্ষার্থীরা সবাই জানে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বিভিন্ন দেশের মধ্য়ে ক্রিকেট সিরিজ চলছে। পড়ুয়াদের এই খেলাকে খেলা হিসেবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে এবং প্রতিষ্ঠান বা হোস্টেলে কোনও ধরনের বিশৃঙ্খলা করা চলবে না।’ রবিবারের এই ম্যাচ চলাকালীন পড়ুয়াদের নিজের রুমে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য পড়ুয়াদের নিজের ঘরে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে নিষেধ করা হয়েছে এনআইটির তরফে। প্রতিষ্ঠানের তরফে জোট বেঁধে এই ম্যাচ দেখতে বারণ করা হয়েছে।
এনআইটি-র তরফে বলা হয়েছে, ‘যদি দেখা যায় কোনও এক পড়ুয়ার ঘরে বসে অনেকে মিলে এই ম্যাচ দেখছে তাহলে যার নামে হোস্টেলের সেই রুমটি নির্ধারিত রয়েছে তাকে প্রতিষ্ঠানের হোস্টেলের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে। এবং সেই ঘটনায় যুক্ত সকল পড়ুয়ার থেকে ৫ হাজার টাকা করে জরিমানা ধার্য করা হবে।’ এছাড়াও আজকের ম্যাচ সংক্রান্ত কোনও বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেও বারণ করা হয়েছে। তাঁদের ম্যাচ চলাকালীন হোস্টেলের ঘর থেকে বের হতেও মানা করা হয়েছে। প্রসঙ্গত, ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গিয়েছিল ভারত। সেই ম্যাচ ঘিরে এই প্রতিষ্ঠানে স্থানীয় পড়ুয়া ও বাইরের রাজ্যের পড়ুয়াদের মধ্যে ঝামেলা বেঁধেছিল। সেই ঘটনায় বেশ কিছুদিন বন্ধও ছিল এই এনআইটি। তাই এবার আগে থাকতেই বাড়তি সতর্কতা অবলম্বন করে নোটিস পাঠানো হয়েছে পড়ুয়াদের।