বরেলী: জিনস ও টিশার্ট পরে অফিসে আসতে পারবেন না সরকারি অফিসের কর্মীরা। পরিবর্তে ফরম্যাল পোশাক পরে অফিসে আসতে হবে কর্মীদের। উত্তক প্রদেশের বরেলী জেলায় সম্প্রতি জারি হয়েছে এই ফরমান। ওই জেলার জেলাশাসক শিবকান্ত দ্বিবেদী একটি বিজ্ঞপ্তি জারি করেছেন এ ব্যাপারে। ওই জেলাশাসক বলেছেন, “সরকারি কর্মী এবং অফিসারদের ফরম্যাল পোশাক পরে অফিসে আসতে হবে। যারা ক্যাজুয়াল পোশাক পরতে আগ্রহী তাঁরা অফিসের বাইরে সেটি পরবেন।” সম্প্রতি সে জেলার উচ্চ পদস্থ অফিসারদের সঙ্গে বৈঠকে এ কথ বলেছেন তিনি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন অফিসের মধ্যে জিন্স, টিশার্ট পরা চলবে না।
তবে সরকারি অফিসে জিন্স, টিশার্টের উপর নিষেধাজ্ঞা এই প্রথম নয়। এর আগেও উত্তরাখণ্ড সরকার এ ধরনের পদক্ষেপ করেছিল। উচ্চ পদস্থ অফিসারদের সঙ্গে বৈঠকের সময় কোনও সরকারি কর্মী জিন্স, টিশার্ট পরে আসতে পারবেন না বলে জানানো হয়েছিল উত্তরাখণ্ডের বাঘেশ্বর জেলা প্রশাসনের তরফে। সে বাঘেশ্বরের জেলা শাসক বিনীয় কুমার এ নিয়ে কড়া বিজ্ঞপ্তি জারি করেছিলেন। গত বছর মহারাষ্ট্র সরকারও এ রকম একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। রাজ্যের সেক্রেটেরিয়ট এভং সরকারি অফিসের কর্মীদের অফিসে জিন্স, টিশার্ট পরায় নিষেধাজ্ঞা জারি হয়েছিল। বিহার, তামিলনাড়ু, রাজস্থান, কর্নাটক, হিমাচল প্রদেশের মতো রাজ্যগুলি সরকারি কর্মীদের জন্য ড্রেসকোডও বেঁধে দিয়েছে।
তদন্তকারী সংস্থা গুলিও নিজেদের কর্মীদের উপর নির্দিষ্ট পোশাক বিধি চাপিয়ে দিতে তৎপর। ২০২১ সালে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) ডিরেক্টর সুবোধ কুমার জয়সওয়াল গোয়েন্দা সংস্থার সমস্ত অফিসার এবং কর্মীদের জন্য ফরম্য়াল ড্রেস কোড নির্দিষ্ট করেছিলেন। এমনকি জিন্স, স্পোর্টস জুতোর পরবর্তে ফরম্যাল জুতো পরে আসতে নির্দেশ দেওয়া হয়েছিল। গোয়েন্দা সংস্থার আধিকারিক থেকে তদন্তকারীরা যাতে নিয়মিত দাঁড়ি কেটে আসেন, সে বিষয়েও ফরমান জারি হয়েছিল।