উধমপুর: কোনও বাধাই হার মানাতে পারল না মেধাবী ছাত্রকে। করোনার আবহে গত এক বছরের বন্ধ স্কুল কলেজ। স্কুলে গিয়ে শিক্ষকদের মুখোমুখি বসে পড়াশোনা শেখার উপায় নেই। বিকল্প ব্যবস্থা হিসেবে অনলাইন ক্লাস (Online Class)। কিছু চাষি বাবার অভাবী সংসারে জোটেনি স্মার্ট ফোন। তাই অনলাইনে ক্লাস কারও সম্ভব হয়নি। তবুও থামানো গেল না। জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) দশম শ্রেণীর পড়ুয়া মনদীপ সিংকে।
জম্মু-কাশ্মীরে সদ্য প্রকাশ পেয়েছে দশম শ্রেণীর পরীক্ষার রেজাল্ট। আর সেখানেই বাজিমাত মনদীপের। ৯৮ শতাংশ নম্বর পেয়েছে সে। ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে তার। আগামী দিনে ডাক্তারি পরীক্ষায় বসবে বলেও জানিয়েছে সে। মনদীপের এমন আশ্চর্য রেজাল্টে খুশি দেশবাসী। ইতিমধ্যেই অভিনন্দনের বন্যা বয়েছে।
একদিকে গত বছর লকডাউনে বন্ধ হয়ে যায় স্কুল। অন্যদিকে নিজের কাছে নেই স্মার্ট ফোন। এমন অবস্থায় বর্তমানে পড়াশোনা চালিয়ে যাওয়া দুঃসাধ্য। তবুও হাল ছাড়েনি মনদীপ সিং। দাঁতে দাঁত চেপে লড়াই করেছে। বন্ধুদের কাছ থেকে নোট জোগাড় করে পড়াশোনা করে পরীক্ষায় বসেছে। বহু কষ্টের পরে সাফল্যও এসেছে। উধমপুরে প্রথম হয়েছে সে।
মনদীপ সিংয়ের সাফল্যে খুশি পরিবারের লোকজন। বাড়িতে বাবা তাকে মিষ্টিমুখ করেছে। পাড়াপড়শিরা শুভেচ্ছা জানাতে বাড়িতে ভিড় করেছে। মনদীপের মা জানিয়েছে, বাবাকে চাষের কাজে সাহায্য করত ছেলে। পাশাপাশি কষ্ট করে পড়াশোনা চালিয়ে গিয়েছে। ছালের সাফল্যে গর্বিত পরিবার।