Bengaluru Water Crisis: খোদ উপমুখ্যমন্ত্রীর বাড়িতেই স্নান-পানীয় জল নেই! এ কী হাহাকার শুরু হল বেঙ্গালুরুতে

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 07, 2024 | 12:48 PM

Bengaluru Water Crisis: বাচ্চা থেকে বয়স্ক, সবাই সকাল থেকে জল জোগাড় করতে লাইনে দাঁড়াচ্ছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে যেটুকু জল পাচ্ছেন, তা একজনের স্নান করার জন্যও যথেষ্ট নয়। কর্পোরেশন থেকে যেটুকু জল আসছে, তা ব্যবহার করেই রান্না করা হচ্ছে। সেই জলই আবার ফুটিয়ে পান করা হচ্ছে।

Bengaluru Water Crisis: খোদ উপমুখ্যমন্ত্রীর বাড়িতেই স্নান-পানীয় জল নেই! এ কী হাহাকার শুরু হল বেঙ্গালুরুতে
বেঙ্গালুরুতে চরম জলসঙ্কট।
Image Credit source: Twitter

Follow Us

বেঙ্গালুরু: দুদিন ধরে স্নান নেই। ঘরের সব বালতিও ফাঁকা। জলের ফিল্টার দিয়ে টুপটুপ করে যে জল পড়ছে, তাতে ২ লিটারের বোতল ভরতেও কয়েক ঘণ্টা সময় লেগে যাবে। না, কোনও মরুভূমি লাগোয়া শহরের কথা বলা হচ্ছে না। দেশের সিলিকন ভ্যালিরই এমন ভয়ঙ্কর অবস্থা। বেঙ্গালুরুতে চরম জল সঙ্কট। কোথাও জল পাওয়া যাচ্ছে না। এমনকী বোরওয়েলগুলিও শুকিয়ে গিয়েছে। সারাদিনে জলের চাহিদা মেটাতে ভরসা শুধু জলের ট্যাঙ্কারের, যা সুযোগ পেয়েই ৫ থেকে ১০ গুণ বেশি টাকা নিচ্ছে।

চলতি সপ্তাহের শুরু থেকেই জলসঙ্কট চরমে উঠেছে বেঙ্গালুরুতে। পানীয় জল তো দূর, নিত্যদিনের কাজের জন্যও জল পাওয়া যাচ্ছে না। বাসিন্দারা উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের কাছে অভিযোগ জানাতে গেলে, তিনি জানান, তাঁর নিজের বাড়িতেও বোরওয়েল বা পাতকুয়ো শুকিয়ে গিয়েছে।

বেঙ্গালুরুর আরআর নগরের বাসিন্দারা জানিয়েছেন, গোটা অঞ্চল জুড়েই জলের চরম সঙ্কট দেখা দিয়েছে। কোথাও জল পাওয়া যাচ্ছে না। বোরওয়েলগুলিও শুকিয়ে গিয়েছে। সারাদিনে এক বালতি জল পাওয়া যাচ্ছে। তার বেশি জল চাইলেই প্রশাসনিক আধিকারিকরা আমাদের ফিরিয়ে দিচ্ছেন।

বাচ্চা থেকে বয়স্ক, সবাই সকাল থেকে জল জোগাড় করতে লাইনে দাঁড়াচ্ছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে যেটুকু জল পাচ্ছেন, তা একজনের স্নান করার জন্যও যথেষ্ট নয়। কর্পোরেশন থেকে যেটুকু জল আসছে, তা ব্যবহার করেই রান্না করা হচ্ছে। সেই জলই আবার ফুটিয়ে পান করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রাইভেট ট্যাঙ্কারে করে জল বিক্রি করা হচ্ছে।  আগে যেখানে খরচ পড়ত ৬০০ থেকে ১ হাজার টাকা, সেখানেই এখন প্রতি ক্যান ২ হাজার টাকার বেশি নেওয়া হচ্ছে। যদি দাম কমানোর কথা বলা হয়, তবে ট্যাঙ্কার এলাকাতেই আসা বন্ধ করে দিচ্ছে।

বিজেপি সাংসদ তেজস্বী সূর্য বলেন, “বেঙ্গালুরুতে ভয়ঙ্কর জল সঙ্কট দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা সরকারকে সতর্ক করেছিল যে বর্ষাও এই খামতি পূরণ করতে পারবে না, কিন্তু সরকার কোনও পদক্ষেপ করেনি। একশোরও বেশি অ্যাপার্টমেন্টে এক বিন্দু জল নেই। শহরের ৫০ শতাংশেরও বেশি বোরওয়েল শুকিয়ে গিয়েছে। সরকার বলছে ট্যাঙ্কার দিয়ে জল সরবরাহ করা হচ্ছে, কিন্তু এই ব্যবস্থা করে আরও সমস্যা তৈরি করেছে।”

Next Article