Start Up Convention: মাস্ককে নিয়ে আসার প্রতিশ্রুতি, কনভেনশনে যোগ দিতে ৮ হাজারের টিকিট কেটে মাথায় হাত উদ্যোগপতিদের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 05, 2023 | 7:35 PM

Start Up Convention: নয়ডায় ধরা পড়ল ভুয়ো ওয়ার্ল্ড স্টার্টআপ কনভেনশন। মাথায় হাত উদ্যোগপতিদের।

Start Up Convention: মাস্ককে নিয়ে আসার প্রতিশ্রুতি, কনভেনশনে যোগ দিতে ৮ হাজারের টিকিট কেটে মাথায় হাত উদ্যোগপতিদের
Image Credit source: টুইটার

Follow Us

নয়ডা: ‘ওয়ার্ল্ড স্টার্টআপ কনভেনশন’-র (World Startup Convention) আয়োজন করা হয়েছিল নয়ডায়। বিশ্বের অন্যতম বৃহত্তম বিনিয়োগ উৎসব হিসেবেই দেখা হচ্ছিল এই কনভেনশন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু আশা-প্রত্যাশা নিয়ে ছুটে এসেছিলেন শয়ে শয়ে উদ্যোগপতিরা। তাঁদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ব্যবসায়িক জগতের উজ্জ্বল নক্ষত্ররা উপস্থিত থাকবেন এই কনভেনশনে। ইলন মাস্ক, সুন্দর পিচাই, গৌতম আদানি সহ দেশে মন্ত্রী ও গ্লোবাল বিনিয়োগকারীদের থাকার কথা ছিল। অনেক স্বপ্ন বুকে বেঁধেই এই কনভেনশনে যোগ দিতে ছুটে এসেছিলেন তাঁরা। চড়া দামের টিকিটও কেটেছিলেন। তবে অনুষ্ঠানে এসেই মাথা ঘুরে গেল তাঁদের। বড় বড় উদ্য়োক্তারা তো দূর দেশের কোনও মন্ত্রীও নেই অনুষ্ঠানে। বিনিয়োগ নিয়ে আসার কনভেনশনের পরিবর্তে একটি বড় কেলেঙ্কারি ফাঁস হল।

লিউক তলওয়ার ও অর্জুন চৌধুরী নামের দুই বিনিয়োগকারী এই কনভেনশনের আয়োজন করেছিলেন। ২৪ মার্চ থেকে এই অনুষ্ঠান শুরু হয়। উঠতি উদ্যোগপতিদের সঙ্গে দেশ-বিদেশের বড় বিনিয়োগকারীদের সংযোগের জন্য এই কনভেনশন অন্যতম প্ল্যাটফর্ম হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখানে নিজেদের পরিকল্পনার জন্য ফান্ড চাওয়ার সুযোগও পেতেন উদ্যোগপতিরা। এই স্বপ্নেই ৮ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন তাঁরা। অনেক টাকা খরচ করে নাসিক, চেন্নাই সুরাট থেকেও উদ্যোগপতিরা যোগ দিতে এসেছিলেন। রেজিস্ট্রেশন ফি ছাড়াও থাকা-খাওয়া, যাতায়াতের খরচও গুনতে হয়েছে। তবে এতকিছু করে কনভেনশনে যোগ দিয়ে হতবাক তাঁরা। ইলন মাস্ক, সুন্দর পিচাই গৌতম আদানি বা মন্ত্রী- কারও দেখা মেলেনি এই কনভেনশনে। যাঁরা এই ইভেন্টের প্রচার করেছেন তাঁদের কেউ উপস্থিত নেই। এর পাশাপাশি সমস্ত প্রোগ্রামের গুণগত মানও খুব খারাপ ছিল বলে জানিয়েছেন উদ্য়োক্তারা। আর তাঁরা সমস্ত টাকা ফেরত দেওয়ার দাবি জানাতে থাকেন। টুইটারে পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঘটনাস্থলে পুলিশও এসেছে।

এদিকে এই কনভেনশনের অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকরি ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির ছবিও ব্যবহার করা হয়েছে। এদিকে এই কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তির উপরও খড়গহস্ত হয়েছেন উদ্য়োগপতিরা। কারণ নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই ওয়ার্ল্ড স্টার্টআপ কনভেনশনের প্রচার করার অভিযোগ উঠেছে বেশ কয়েকজনের বিরুদ্ধে। তাই বর্তমানে উদ্যোগপতিদের রোষানলে পড়েছেন তাঁরা।

Next Article