নয়া দিল্লি: কাজে আসছে না জয় শ্রী রাম (Jay Shri Ram) স্লোগান। তাই রামের জায়গায় দুর্গা, কালীর জায়গা পাওয়ার জোর সম্ভাবনা। শীঘ্রই বাংলায় দুর্গা, কালীর নামে স্লোগান দিতে পারে পদ্ম শিবির (BJP)। সূত্রের খবর, বাংলায় মা দুর্গা বা মা কালীর নামে স্লোগান দেওয়ার প্রস্তাবই উঠেছে বিজেপির গুয়াহাটির সাংগঠনিক বৈঠকে। প্রস্তাব বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। বিষয়টি নিয়ে সুনীল বানসাল-সহ বাকি পদাধিকারিকে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলা নির্দেশও দিয়েছেন বলে খবর। যা নিয়েই এখন বিস্তর চর্চা চলছে রাজনৈতিক মহলে।
রামায়নকে অন্যভাবে দেখতে অভ্যস্ত বাঙালিরা। তাই জয় শ্রী রাম স্লোগান জনমানসে কোনও দাগই কাটছে না। যে কারণে এই স্লোগন বিতর্ক ২০১৯ সালের লোকসভা নির্বাচন হোক বা একুশের বিধানসভা নির্বাচন, কোনও ক্ষেত্রেই ভোটারদের মধ্যে কোনও সেন্টিমেন্ট তৈরি করতে পারেনি। সূত্রের খবর, এদিন প্রস্তাবের স্বপক্ষে এই যুক্তিগুলিই দেওয়া হয়েছে। এখন দেখার এ বিষয়ে চূড়ান্ত কী সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তাই এখন থেকেই বাংলাকে পাখির চোখ করেছে পদ্ম শিবির। একুশের বিধানসভা ভোটে ২০০ পার না হলেও লোকসভায় তৃণমূলকে জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবির। সে কারণেই নতুন করে তৈরি হচ্ছে রণকৌশল। এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। সূত্রের খবর, এদিনের বৈঠকে প্রত্যেকটি রাজ্যভিত্তিক সংগঠনের পরিস্থিতির রিপোর্ট নেওয়া হয়। পাশাপাশি জন সম্পর্ক অভিযানের প্রভাব কোন রাজ্যে কতটা পড়ছে সেই রিপোর্ট নিয়েও চলে পর্যালোচনা। যে লোকসভা কেন্দ্রে বিজেপি দুর্বল, সেখানে আগামী দিনে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির মেম্বারদের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হবে বলেও ঠিক হয়েছে। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ার প্রচারের উপরেও বাড়তি জোর দেওয়ার নির্দেশ এসেছে বলে খবর।