Namibian Cheetah: মন টিকছিল না কুনোর জঙ্গলে, তাই হঠাৎ উধাও! ৫ দিন বনকর্মীদের নাকানি-চোবানি খাইয়ে ঘরে ফিরল ‘ওবান’

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 07, 2023 | 11:50 AM

Kuno National Park: বৃহস্পতিবার কুনোর জঙ্গলে ফিরে এসেছে ওবান। জানা গিয়েছে, চলতি সপ্তাহের মঙ্গলবারই জাতীয় উদ্যানের চত্বরে ফিরে আসে নামিবিয়ার চিতাটি। তবে জঙ্গলে ঢুকতে একটু দ্বিধাবোধ করছিল ওই নিখোঁজ চিতাটি। দিন দুয়েক সে নাহাদ-শিলপুরা অঞ্চলের বাফার জোনে ঘোরাফেরা করছিল।

Namibian Cheetah: মন টিকছিল না কুনোর জঙ্গলে, তাই হঠাৎ উধাও! ৫ দিন বনকর্মীদের নাকানি-চোবানি খাইয়ে ঘরে ফিরল ওবান
কুনোর জাতীয় উদ্যানে মৃত্য়ু ২ চিতার। ছবি:PTI

Follow Us

ভোপাল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)-র জন্মদিনে নামিবিয়া (Namibia) থেকে ভারতে এসেছিল ৮টি আফ্রিকান চিতা (African Cheetah)। তাদের ছাড়া হয়েছিল মধ্য় প্রদেশের (Madhya Pradesh) কুনোর জঙ্গলে। সেই চিতাই এখন মাথাব্যাথা হয়ে উঠেছে বনকর্মীদের। কারণ রাতারাতি কুনোর জাতীয় উদ্যান থেকে উধাও হয়ে গিয়েছিল একটি চিতা। দিন চারেক আগে তাকে শেষবার দেখা গিয়েছিল কুনোর জাতীয় উদ্যান(Kuno National Park) থেকে ২০ কিলোমিটার দূরে একটি গ্রামে। জঙ্গল থেকে এত দূর পথ অতিক্রম করে গ্রামে ঢুকে পড়ায় রাতারাতি আতঙ্কিত হয়ে পড়েছিলেন বাসিন্দারা। অবশেষে তারা পেলেন স্বস্তি। বৃহস্পতিবার শিবপুরী জেলার জঙ্গল থেকে উদ্ধার করা হল নিখোঁজ ‘ওবান'(Oban)-কে।

কুনো জাতীয় উদ্যানের কর্মীদের তরফে জানানো হয়েছে, গত ১১ মার্চ কুনো জাতীয় উদ্যানের একটি সংরক্ষিত জায়গায় নামিবিয়া থেকে আনা ৮টি চিতার মধ্যে ২টি চিতাকে ছাড়া হয়। ওই দুটি চিতার নাম আশা ও ওবান। ওবান পুরুষ চিতা ও আশা মহিলা চিতা। দিন পাঁচেক আগে হঠাৎ বনকর্মীরা দেখতে পারেন যে ওবান উধাও। জঙ্গলের যে অংশে দুটি চিতাকে ছাড়া হয়েছিল, সেখানে তন্নতন্ন করে খুঁজেও ওবানকে খুঁজে পাওয়া যায়নি। দিন কয়েক আগে, ২ এপ্রিল কুনোর জঙ্গল থেকে ২০ কিলোমিটার দূরে বিজয়পুরে ঝাড় বারোদা গ্রামে ওই চিতাকে দেখা যায়। পরেরদিন পাশেই পার্বতী বরোদা গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া একটি নদী থেকে ওবানকে জল খেতে দেখা যায়।

কুনো জাতীয় উদ্যানের বনকর্মীদের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার কুনোর জঙ্গলে ফিরে এসেছে ওবান। জানা গিয়েছে, চলতি সপ্তাহের মঙ্গলবারই জাতীয় উদ্যানের চত্বরে ফিরে আসে নামিবিয়ার চিতাটি। তবে জঙ্গলে ঢুকতে একটু দ্বিধাবোধ করছিল ওই নিখোঁজ চিতাটি। দিন দুয়েক সে নাহাদ-শিলপুরা অঞ্চলের বাফার জোনে ঘোরাফেরা করছিল। সেখান থেকে পিপারওয়ার জঙ্গলে দুইদিন কাটায়। বুধবার ওবান একটি ব্ল্যাক বাক হরিণ শিকার করে ক্ষিদে মিটিয়েছে বলেই জানিয়েছেন বনকর্মীরা।

তবে ওবান নামক ওই চিতাটি কোনওভাবেই কুনোর জঙ্গলে ফিরতে চাইছিল না বলেই জানিয়েছেন বনকর্মীরা। শেষ অবধি বৃহস্পতিবার বনকর্মীরা ট্রাঙ্কুলাইজার ব্যবহার করেন। চিতাটি ঘুমিয়ে পড়ার পর রামপুরা গ্রাম থেকে তাঁকে উদ্ধার করে কুনোর জঙ্গলে ফিরিয়ে আনা হয়।

Next Article