AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Elections 2024: উৎকল দিবসেই প্রচার শুরু বিজেপি প্রার্থী জয় পাণ্ডার, স্বাগত জানাল কেন্দ্রপাড়া

Odisha: ১৯ এপ্রিল থেকে ভোট শুরু হচ্ছে দেশজুড়ে। চতুর্থ দফার ভোট ১৩ মে। ওড়িশায় চতুর্থ দফা থেকেই ভোট শুরু। পর পর চার দফায় চলবে ভোট। এবার ভোটে ওড়িশায় একাই লড়ছে বিজেপি। ইতিমধ্যে নবীন পট্টনায়কের বিজেডি ছেড়ে বহু নেতাই শিবির বদলে পদ্মফুলে এসেছেন। এখনও অবধি সারা দেশে ৮ দফায় প্রায় ৪১৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। জমিয়ে প্রচার করছেন প্রার্থীরা। 

Elections 2024: উৎকল দিবসেই প্রচার শুরু বিজেপি প্রার্থী জয় পাণ্ডার, স্বাগত জানাল কেন্দ্রপাড়া
ভোট প্রচারে বৈজয়ন্ত জয় পাণ্ডা।
| Updated on: Apr 02, 2024 | 9:17 AM
Share

ওড়িশা: প্রচার শুরু করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বৈজয়ন্ত জয় পাণ্ডা। কেন্দ্রপাড়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী তিনি। সোমবার কেন্দ্রে জমিয়ে প্রচার করলেন তিনি। সোমবার ১ এপ্রিল উৎকল দিবস ছিল। সেই উপলক্ষে বিশাল র‍্যালি করেন কেন্দ্রপাড়ার প্রার্থী।

দুহুরিয়া চক থেকে বলদেব জিউ মন্দির পর্যন্ত বর্ণাঢ্য রোড শো করেন বৈজয়ন্ত। প্রচার পথে জেলার বিভিন্ন অংশ থেকে হাজারের বেশি মানুষ যোগ দেন সেখানে। প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণার পর এদিনই ছিল প্রথম প্রচার। জয় নিয়ে আত্মবিশ্বাসী প্রার্থী। তাঁর অনুগামীদেরও বক্তব্য, এই জমায়েত, মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানই বলে দিচ্ছে ভোটের ফলাফল কী হতে চলেছে।

১৯ এপ্রিল থেকে ভোট শুরু হচ্ছে দেশজুড়ে। চতুর্থ দফার ভোট ১৩ মে। ওড়িশায় চতুর্থ দফা থেকেই ভোট শুরু। পর পর চার দফায় চলবে ভোট। এবার ভোটে ওড়িশায় একাই লড়ছে বিজেপি। ইতিমধ্যে নবীন পট্টনায়কের বিজেডি ছেড়ে বহু নেতাই শিবির বদলে পদ্মফুলে এসেছেন। এখনও অবধি সারা দেশে ৮ দফায় প্রায় ৪১৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। জমিয়ে প্রচার করছেন প্রার্থীরা।