Video: এ কেমন মন্ত্রী? কখনও ওড়াচ্ছেন টাকা, কখনও নিচ্ছেন রক্ত

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 19, 2023 | 4:11 PM

ওড়িশার ওই মন্ত্রীর নাম সারদা প্রসাদ নায়েক। তিনি শ্রম দফতরের দায়িত্বে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, রৌরকেল্লা সরকারি হাসপাতলে রক্তদান শিবির করা হয়েছিল ১৬ অক্টোবর। সেখানে উপস্থিত ছিলেন সারদা প্রসাদ। সেখানে এক রক্তদাতার পাশে দাঁড়িয়ে ছিলেন নার্স। কিন্তু তাঁর থেকে সিরিঞ্জ নিয়ে নিজেই রক্তদাতার শরীরে ফুটিয়ে দিলেন তিনি।

Video: এ কেমন মন্ত্রী? কখনও ওড়াচ্ছেন টাকা, কখনও নিচ্ছেন রক্ত
ওড়িশার মন্ত্রীকে ঘিরে বিতর্ক
Image Credit source: TV9 Bangla

Follow Us

রৌরকেল্লা: রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে রক্তদাতার শরীরে সূচ ফোটাচ্ছেন স্বয়ং মন্ত্রী। যদিও এ সংক্রান্ত কোনও প্রশিক্ষণ নেই তাঁর। রক্তদান অনুষ্ঠানের পর কাওয়ালি গানের অনুষ্ঠানে গায়কের উপর টাকা ছড়িয়েছেন মন্ত্রী। এই ঘটনা সামনে আসতেই সমালোচনার মুখে পড়েছেন ওড়িশার ওই মন্ত্রী। সম্প্রতি এই ঘটনা ঘটেছে ওড়িশার সুন্দরগর্গ জেলায়।

ওড়িশার ওই মন্ত্রীর নাম সারদা প্রসাদ নায়েক। তিনি শ্রম দফতরের দায়িত্বে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, রৌরকেল্লা সরকারি হাসপাতলে রক্তদান শিবির করা হয়েছিল ১৬ অক্টোবর। সেখানে উপস্থিত ছিলেন সারদা প্রসাদ। সেখানে এক রক্তদাতার পাশে দাঁড়িয়ে ছিলেন নার্স। কিন্তু তাঁর থেকে সিরিঞ্জ নিয়ে নিজেই রক্তদাতার শরীরে ফুটিয়ে দিলেন তিনি। এর পর রৌরকেল্লার বিধায়ককে গানের অনুষ্ঠানে টাকা ওড়াতে দেখা গিয়েছে। সেটি ঘটেছে সুন্দরগর্গে।

এই দুই ঘটনার পর বিতর্ক ছড়াতেই অবশ্য সাফাই দিয়েছেন মন্ত্রী। রক্তদাতাকে সিরিঞ্জ ফোটানোর ঘটনা নিয়ে তিনি বলেছেন, “ওই রক্তদাতা আমাকে অনুরোধ করেছিলেন, তাঁর থেকে যেন আমি রক্ত নিই। নার্সের সাহায্য নিয়ে আমি তাঁর ইচ্ছাপূরণ করেছি। কোভিড অতিমারির সময় যখন সবাই ভয় পাচ্ছিলেন, তখন আমি স্বাস্থ্যকর্মীদের পাশে থেকে কাজ করেছি।” গানের অনুষ্ঠানে টাকা ওড়ানোর প্রসঙ্গে তিনি বলেছেন, “বিখ্যাত কাওয়ালি শিল্পীকে সবাই চাইছিল সম্মানিত করা হোক। জনপ্রতিনিধি হিসাবে তাঁরা চাইছিল যেন আমি সম্মান জানাই শিল্পীকে। সে জন্যই আমি কিছু নগদ চাকা দিয়েছি। কিন্তু সেই ঘটনাকে অন্যভাবে তুলে ধরা হচ্ছে।”

 

যদিও এই ঘটনা নিয়ে ওই বিধায়কের সমালোচনা করতে ছাড়েনি বিজেপি এবং কংগ্রেস। বিজেপি বিধায়ক কুসুম তাতে বলেছেন, “এই টাকা ওড়ানোর ঘটনা খুব বিরল নয়। কিন্তু এক জনপ্রতিনিধি হিসাবে তাঁর এই কাজ করা সাজে না। টাকা তিনি গরিব মানুষকে দিতে পারতেন।” ওড়িশার কংগ্রেস নেতা বীরেন সেনাপতি বলেছেন, “ওই মন্ত্রী নেগেটিভ পাবলিসিটি পেতে চাইছেন। তাই এ ধরনের কাজ করে বেড়াচ্ছেন।”

Next Article