বালেশ্বর: ওড়িশার বালেশ্বরে ঘটে যাওয়া ভয়াবহ রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন স্থানীয় মানুষ, শনিবার তার ভুয়সী প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ওড়িশার নাগরিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলির প্রশংসা শোনা গেল কেন্দ্রীয় মন্ত্রী তথা ওড়িশারই বাসিন্দা ধর্মেন্দ্র প্রধানের গলায়। রবিবার (৪ জুন) একটি টুইট করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছেন, “নাগরিকদের পাশাপাশি সামাজিক সংগঠনগুলিও এই প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য করার ক্ষেত্রে অনুকরণীয় ভূমিকা নিয়েছে। আহত নাগরিকদের চিকিৎসা সহায়তা প্রদানে এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতাল দুর্দান্ত কাজ করছে। তাদের নিঃস্বার্থ সেবার প্রশংসা করেছি এবং ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ত্রাণের কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে অনুপ্রেরণা দিয়েছি।”
Citizens of Odisha as well as social organisations have displayed exemplary commitment in fighting this adversity and helping those affected.
SCB Medical College & Hospital is doing a great job in providing medical aid to injured citizens. Appreciated their selfless service and… pic.twitter.com/sanN7qdMql
— Dharmendra Pradhan (@dpradhanbjp) June 4, 2023
শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গেই দেখা গিয়েছিল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। রবিবার, সকালেই ফের দুর্ঘটনাস্থলে রেল লাইন সারাইয়ের কাজের তদারকি করতে বালেশ্বরের দুর্ঘটনাস্থলে উপস্থিত হন অশ্বিনী বৈষ্ণব এবং ধর্মেন্দ্র প্রধান। ঘটনাস্থলে দুই মন্ত্রীকে চিন্তিত মুখে আলোচনা করতে দেখা গিয়েছে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধর্মেন্দ্র প্রধান জানান, “যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থা ফেরানো আমাদের দায়িত্ব। রেললাইন পুনরুদ্ধারের কাজ চলছে। আহতদের গন্তব্যে পৌঁছে দিতে বিনামূল্যে ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল এবং লজিস্টিক সুবিধাও দেওয়া হচ্ছে। মৃতের সংখ্যা ২৭০ ছাড়িয়ে গিয়েছে। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে। এর পিছনে যারা দায়ী, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
Together with Dr. @mansukhmandviya ji and Shri @AshwiniVaishnaw ji met injured passengers being treated at the SCB Medical College & Hospital in Cuttack.
Conveyed to them that the entire nation stands with them and wishes for their earliest recovery, both from injury and… pic.twitter.com/RZREkVlLJ4
— Dharmendra Pradhan (@dpradhanbjp) June 4, 2023
পরে, রেলমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. মনসুখ মান্ডব্যকে নিয়ে কটকের এসসিবি হাসপাতালে ভর্তি থাকা, রেল দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতে যান ধর্মেন্দ্র প্রধান। সেই সাক্ষাতের বেশ কিছু ছবি টুইট করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী লিখেছেন, “ডা. মনসুখ মান্ডব্যজি এবং অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আহত যাত্রীদের সঙ্গে দেখা করলাম। তাঁদের জানিয়েছি, গোটা দেশ তাঁদের পাশে আছে। আঘাত এবং ট্রমা থেকে যাতে তাঁরা দ্রুত বেরিয়ে আসতে পারেন, সেই কামনা করেছি।”