ভুবনেশ্বর: কাজ সেরে বাড়ি এসেছেন স্বামী। থিদেও পেয়েছিল। তাই হাত মুখ ধুয়েই খাবার চান স্ত্রীর কাছে। স্বামী খাবার চাওয়ায় কিছুক্ষণ পরই ভাত নিয়ে আসেন স্ত্রী। কিন্তু স্বামী দেখেন ভাতের মধ্যে পিঁপড়ে লেগেছে। খিদের সময় ভাতে পিঁপড়ে দেখে রেগে যান স্বামী। তিনি স্ত্রীকে রেগে বলেন, কেন পিঁপড়ে লেগেছে ভাতে। মেজাজও দেখান। বিষয়টি নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সেই কথা কাটাকাটি তুমুল ঝগড়ায় রূপান্তরিত হতে বেশি সময় নেয়নি। তখনই ওডনা দিয়ে স্বামীর গলা পেঁচিয়ে ধরার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এর জেরে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ওড়িশার সুন্দরগড় জেলায়।
জানা গিয়েছে, স্ত্রীর হাতে খুন হওয়া ব্যক্তির নাম হেমন্ত বাগ। ৩৫ বছরের ওই ব্যক্তি গাড়ির চালকের কাজ করেন। স্বামীকে অভিযুক্ত স্ত্রীর নাম সরিতা। হেমন্ত এবং সরিতার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁদের মেয়ের নাম হেমতলা। তার বয়স ৭ বছর। তাঁদের ছেলের নাম সৌম। তার বয়স ৪ বছর।
কাজ সেরে হেমন্ত বাড়ি ফিরেছিলেন। তার পর তিনি সরিতার কাছে খেতে চান। সরিতা তখন খাবার খেতে দেন হেমন্ত। সরিতার বেড়ে দেওয়া ভাতে পিঁপড়ে ছিল বলে অভিযোগ হেনন্তের। এ নিয়ে ঝগড়া লাগে দুজনের। এর পরই ওড়না দিয়ে হেমন্তের গলা পেঁচিয়ে ধরেন সরিতা। তাতেই মৃত্যু হল হেমন্তের। এর পর হেমন্তের বাবা অর্থাৎ সরিতার শ্বশুর শশীভূষণ বাগ থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।