Online Game Addiction: অনলাইন গেমে পরপর ৩ ম্যাচে হার, রাগে নিজের গলাই কেটে ফেলল যুবক

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 18, 2024 | 9:04 AM

Odisha: শুক্রবার বিকেলে ওই যুবক বাড়িতে বসেই গেম খেলছিল। একের পর এক গেমে হেরে যাচ্ছিল সে। পরপর তিনটি ম্যাচে হারার পরই নিজের উপরই বিরক্ত হয়ে যায় যুবক। রাগে চিৎকার-চেচামেচি শুরু করে। এরপর হঠাৎ ব্লেড নিয়ে সে নিজের গলাতেই চালিয়ে দেয়। গলগল করে রক্ত বের হতে শুরু করে। 

Online Game Addiction: অনলাইন গেমে পরপর ৩ ম্যাচে হার, রাগে নিজের গলাই কেটে ফেলল যুবক
প্রতীকী চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

ভুবনেশ্বর: যতবারই খেলছে, ততবারই হারছে। অনলাইন গেমে কিছুতেই হারাতে পারছিলেন না প্রতিপক্ষকে। রাগে-দুঃখে ভয়ঙ্কর কাণ্ড ঘটাল যুবক। গেম খেলা বন্ধ করে ব্লেড দিয়ে নিজের গলা কেটে ফেললেন যুবক। ছেলের কাণ্ড দেখে হতভম্ব বাড়ির লোকজন। তারাই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে চিকিৎসাধীন ওই যুবক। তাঁর অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।

ঘটনাটি ঘটেছে ওড়িশার জারপদ এলাকার জেরেঙ্গ গ্রামে। যুবকের নামক সৌম্য রঞ্জন নায়েক, বয়স ২৪। পরিবারের সদস্যদের দাবি, যুবকের ভীষণ মোবাইলে আসক্তি ছিল। কোনও কাজকর্ম করত না, সারাদিন অনলাইনে গেম খেলেই সময় কাটাত। এই নিয়ে বকাবকি, পরিবারে অশান্তিও হয়।

শুক্রবার বিকেলে ওই যুবক বাড়িতে বসেই গেম খেলছিল। একের পর এক গেমে হেরে যাচ্ছিল সে। পরপর তিনটি ম্যাচে হারার পরই নিজের উপরই বিরক্ত হয়ে যায় যুবক। রাগে চিৎকার-চেচামেচি শুরু করে। এরপর হঠাৎ ব্লেড নিয়ে সে নিজের গলাতেই চালিয়ে দেয়। গলগল করে রক্ত বের হতে শুরু করে।

এদিকে, আওয়াজ শুনে ছুটে আসেন যুবকের মা-বাবা। তাঁরাই উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর এসসিবি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কটকের অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। তাঁর অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।

Next Article