কাশ্মীর: জম্মু ও কাশ্মীরে ভোটের ফল প্রকাশ চলছে। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ৫০টি আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। অর্থাৎ ম্যাজিক ফিগার ৪৬ প্রায় পার করার পথে কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স জোট। এরপরই ফারুক আব্দুল্লাহ জানালেন, কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ওমর আব্দুল্লাহ। ভোটের ফল যে পথে এগোচ্ছে, তাতে ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসতে চলেছে বলে মত রাজনীতির কারবারিদের।
ফারুক আব্দুল্লাহ বলেন, “রায় দিয়ে দিয়েছে মানুষ। ওরা প্রমাণ করে দিয়েছে যে ৩৭০ অনুচ্ছেদ তুলে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়নি। এরপরই তিনি বলেন, ওমর আব্দুল্লাহই হবেন মুখ্যমন্ত্রী।”
জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে দুটি আসন থেকে লড়েন ওমর আব্দুল্লাহ। বদগাম ও গান্দেরবাল- দুই আসন থেকেই জয়ী হওয়ার পথে তিনি। প্রথম কেন্দ্রে ১৮,৪৮৫ ভোটে জয়ী হয়েছেন ওমর, অন্যদিকে দ্বিতীয় আসনে ১৫ রাউন্ডের পর ৯,৭৬৬ ভোটে এগিয়ে রয়েছেন ওমর আব্দুল্লাহ।
ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ ২০০৯ সাল থেকে দলের চেয়ারম্যান পদে রয়েছেন। ২০০৯ সালে কংগ্রেসের সঙ্গে জোট গঠন করে ক্ষমতায় আসার পর কাশ্মীরের তরুণতম মুখ্যমন্ত্রী হন ওমর আব্দুল্লাহ। পরবর্তীতে তিনি বিরোধী দলনেতা ছিলেন দীর্ঘদিন।
এবার সেখানকার অন্যতম রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট বেঁধে লড়াইয়ের ময়দানে নামে কংগ্রেস। অন্যদিকে বিজেপি এবং পিডিপি আলাদা ভাবে নির্বাচনে লড়েছে। মাটি কামড়ে প্রচার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। অন্যদিকে রাহুল গান্ধীকে সামনে রেখেই সে রাজ্যে প্রচার করে চালিয়েছে ইন্ডিয়া জোট।