Haryana Election: নরেন্দ্র মোদীর বহু বছরের পরিশ্রমের ফল হরিয়ানার এই জয়

Oct 08, 2024 | 4:36 PM

Haryana Election: অনেকেই মনে করছেন, সুশাসন, পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি সহ একাধিক বিষয়ে গুরুত্ব দিয়েছেন নরেন্দ্র মোদী।

Haryana Election: নরেন্দ্র মোদীর বহু বছরের পরিশ্রমের ফল হরিয়ানার এই জয়
হরিয়ানায় বিজেপির সম্মেলনে মোদী

Follow Us

হরিয়ানা: বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেসের ফলাফল ইতিবাচক হওয়ার সম্ভাবনা দেখা গেলেও, ফল প্রকাশের পর দেখা গেল চমক দিচ্ছে বিজেপিই। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন একরকম অসাধ্য সাধন করে দেখিয়েছে বিজেপি। তবে গেরুয়া শিবির মনে করছে, এটা কোনও অসাধ্য সাধন নয়, আবার কোনও চমকও নয়। বিজেপির দীর্ঘদিনের তৈরি করা সংগঠন, নরেন্দ্র মোদীর দীর্ঘ প্রচেষ্টাই আসলে হরিয়ানার জয়ের মূল মন্ত্র।

হরিয়ানার মোট ৯০টি আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ৪৬। গত ৫ বছরে এই রাজ্যে মাথাচাড়া দিয়েছে একাধিক ইস্যু। তারপরও বিজেপির জয়ের পথ খুব একটা কঠিন হল না। বিশ্লেষকরা মনে করছেন, নয়াব সিং সাইনির নেতৃত্বে বিজেপির সংগঠন পোক্ত হয়েছিল। কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের বিপরীতে জয় পেতে তাই খুব একটা সমস্যা হয়নি।

অনেকেই মনে করছেন, ধর্মেন্দ্র প্রধানের বিশেষ ভূমিকা আছে। নরেন্দ্র মোদী বিশেষভাবে ভরসা করতেন এই নেতার ওপর। তিনিই আজ হরিয়ানার জয় সহজ করে দিলেন বলে মনে করা হচ্ছে।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, সুশাসন, পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি সহ একাধিক বিষয়ে গুরুত্ব দিয়েছেন নরেন্দ্র মোদী।

Next Article