Kashmir Election: উপত্যকায় চমক কেজরীবালের, খাতা খুলল আম আদমি পার্টি

Oct 08, 2024 | 4:42 PM

Kashmir Election: জম্মু ও কাশ্মীরে চলছে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। শেষ পাওয়া খবরে অনুযায়ী, এনসি ও কংগ্রেসই জোট সরকার গঠন করতে চলেছে। ম্যাজিক ফিগার প্রায় শেষ হওয়ার পথে।

Kashmir Election: উপত্যকায় চমক কেজরীবালের, খাতা খুলল আম আদমি পার্টি
অরবিন্দ কেজরীবাল
Image Credit source: PTI

Follow Us

কাশ্মীর: সদ্য জেল থেকে মুক্তি পেয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল। হরিয়ানা ও কাশ্মীর দুই রাজ্যেই ভোটে লড়েছিল তাঁর দল আপ। আর সেই ভোটের ফলাফলে সাফল্যের মুখ দেখল আপ। হরিয়ানায় ব্যর্থ হলেও, জম্মু ও কাশ্মীরে কার্যত বড় চমক দিল আম আদমি পার্টি। কাশ্মীরে প্রথমবার বিধানসভা ভোটে লড়েই সাফল্য পেল আপ। খাতা খুলল কেজরীর দল।

ডোডা কেন্দ্রে জয়ী হলেন আপ প্রার্থী মেহরাজ মালিক। বিজেপি প্রার্থী গজয় সিং রানাকে হারিয়েছেন তিনি। বিজেপি প্রার্থীর তুলনায় তাঁর প্রাপ্ত ভোট ৪৫৩৮টি।

জম্মু ও কাশ্মীরে চলছে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। শেষ পাওয়া খবরে অনুযায়ী, এনসি ও কংগ্রেসই জোট সরকার গঠন করতে চলেছে। ম্যাজিক ফিগার প্রায় শেষ হওয়ার পথে। এরই মাঝে ডোডা কেন্দ্রে জয়ী হলেন আপ প্রার্থী মেহরাজ মালিক। তিনি পেয়েছেন মোট ২৩ হাজার ২২৮টি ভোট।

বিজেপির গজয় সিং রানা পেয়েছেন ১৮ হাজার ৬৯০টি ভোট। দিল্লির মন্ত্রী তথা আপ নেতা গোপাল রায় জানিয়েছেন, দলের জন্য অত্যন্ত আনন্দের খবর এটি। দিল্লির পর পাঞ্জাব, গোয়া ও গুজরাট, তারপর জম্মু ও কাশ্মীরেও মানুষের সমর্থন পেল আপ।

Next Article