Condom: সন্তানের হাতে ধরে দাঁড়িয়ে মহিলা ভিখারি, তাঁর হাতে কন্ডোম দিয়ে বিতর্কে ডাক্তার

Nov 03, 2024 | 7:00 PM

Doctor: ভিডিয়ো দেখা গিয়েছে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ভিক্ষুক মহিলার হাতে কন্ডোম তুলে দিচ্ছেন ওই ডাক্তার। মহিলার সঙ্গে তাঁর ছোট সন্তানও ছিল। হঠাৎই ওই চিকিৎসক যান। তারপর মহিলার হাতে তুলে দেন কন্ডম। সেই ভিডিয়ো চিকিৎসক নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'রাস্তার ধারের ভিক্ষুকদের সাহায্য করার এটাই সেরা উপায়'

Condom: সন্তানের হাতে ধরে দাঁড়িয়ে মহিলা ভিখারি, তাঁর হাতে কন্ডোম দিয়ে বিতর্কে ডাক্তার
ভিক্ষুককে কন্ডোম দিয়ে বিতর্ক ডাক্তার
Image Credit source: Getty Images

Follow Us

নয়া দিল্লি: উৎসবের মরশুম। গোটা দেশ সেজে উঠেছে আলোয়। ঝলমল করছে চারদিক। চলছে মিষ্টি বিতরণ, উপহার বিতরণের পালা। নতুন নতুন পোশাক পরে আত্মীয়-বন্ধু-বান্ধবদের বাড়িতে যাওয়ার তোড়জোড়। তবে দীপাবলির এই সময় এর চিকিৎসকের কাণ্ডে কার্যত হইচই নেটপাড়ায়। একজন ডাক্তার হয়ে কীভাবে তিনি এই কাজ করতে পারলেন তা নিয়েই প্রশ্ন তুলছেন সকলে।

কিন্তু কী করেছেন ওই চিকিৎসক?

দীপাবলির মরশুমে সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দুর্যোধন নামে এক ব্যক্তি সেই ভিডিয়োটি শেয়ার করেছেন নিজের এক্স হ্যান্ডেলে। পরে যদিও সেটি ডিলিট করেন তিনি। ওই ভিডিয়ো ঘিরেই তোলপাড়।

ভিডিয়ো দেখা গিয়েছে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ভিক্ষুক মহিলার হাতে কন্ডোম তুলে দিচ্ছেন ওই ডাক্তার। মহিলার সঙ্গে তাঁর ছোট সন্তানও ছিল। হঠাৎই ওই চিকিৎসক যান। তারপর মহিলার হাতে তুলে দেন কন্ডম। সেই ভিডিয়ো চিকিৎসক নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘রাস্তার ধারের ভিক্ষুকদের সাহায্য করার এটাই সেরা উপায়’

আর এই ভিডিয়ো পোস্ট করতেই শুরু হইচই। নেটিজেনদের প্রশ্ন একজন দায়িত্ববান নাগরিকের উচিত শিশুটিকে খাবার দিয়ে সাহায্য করা। অথবা ওই চিকিৎসক দীপাবলির সময় কিছু আর্থিক সাহায্য করতেই পারতেন। তবে না করে তিনি কন্ডোম দিচ্ছেন। এর থেকেই তাঁর মানসিকতার ধারনা মেলে।

Next Article