নয়া দিল্লি: ভারতের প্রথম মহাকাশে মানুষ পাঠানোর অভিযান, বা, গগনযান মিশনের এখনও এক বছর দেরি আছে। তবে, তার আগেই এই মহাকাশ অভিযানের জন্য প্রশিক্ষণ নেওয়া চার নভোশ্চরের মধ্যে একজন মহাকাশে যাবেন। নাসার মহাকাশানে চড়ে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন। গত সপ্তাহে লোকসভায় এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। এই বিষয়ে লোকসভায় প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। জিতেন্দ্র সিং এক লিখিত উত্তরে জানিয়েছেন, বেসরকারি সংস্থা অ্যাক্সিওম স্পেস (Axiom Space) এবং ইসরোর (ISRO) সঙ্গে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এক যৌথ অভিযানের বিষয়ে একটি স্পেস ফ্লাইট চুক্তি স্বাক্ষর করেছে নাসা। সেই চুক্তির অধীনেই এক ভারতীয় নভোশ্চরকে মহাকাশে পাঠানো হবে।
গত বছর, মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়ই, এই ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইতিমধ্যেই গগনযান মিশনের জন্য ভারতীয় বায়ুসেনার পরীক্ষামূলক পাইলটদের গ্রুপ থেকে চারজন মহাকাশচারীকে বেছে নিয়েছে ভারতের নভোশ্চর নির্বাচন বোর্ড। তাঁদের মধ্যে নাসার সঙ্গে যৌথ অভিযানে কে যাবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে যিনিই শেষ পর্যন্ত মহাকাশে যাবেন, তিনি দ্বিতীয় ভারতীয় নভোশ্চর হিসেবে মহাকাশে যাবেন। এর আগে, ১৯৮৪ সালের ৩ এপ্রিল, সোভিয়েত ইন্টারকসমস প্রোগ্রামের অধীনে, সয়ুজ টি-১১ মহাকাশযানে চড়ে মহাকাশে গিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন পাইলট, উইং কমান্ডার রাকেশ শর্মা। এখনও পর্যন্ত তিনিই একমাত্র ভারতীয়, যিনি মহাকাশে পা রেখেছেন।
জিতেন্দ্র সিং জানিয়েছেন, রাশিয়ায় এক স্পেসফ্লাইট বেসিক মডিউলে প্রশিক্ষণ নিয়েছেন এই চারজন। বর্তমানে, তাঁরা গগনযান মিশনের জন্য বেঙ্গালুরুতে ইসরোর মহাকাশচারী প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিচ্ছেন। তাদের প্রশিক্ষণ কর্মসূচির তিনটির মধ্যে দুটি সেমিস্টারের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। চলতি বছরের মে মাসে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গারসেট্টি জানিয়েছিলেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যৌথ অভিযান চালানোর লক্ষ্যে শীঘ্রই ভারতীয় মহাকাশচারীদের উন্নত প্রশিক্ষণ দেবে নাসা।
এদিকে, গগনযান মিশন সম্পর্কে জিতেন্দ্র সিং জানিয়েছেন, তরল এবং ক্রায়োজেনিক ইঞ্জিন-সহ মহাকাশযানটির প্রপালশন সিস্টেমের বেশ কয়েকটি ধাপের পরীক্ষা সম্পন্ন হয়েছে। পাঁচ ধরণের হার্ড মোটরের স্ট্যাটিক পরীক্ষাও শেষ হয়েছে। এছাড়া, ক্রু এস্কেপ সিস্টেম এবং প্যারাসুটের কার্যকারিতা যাচাইয়ের প্রথম পরীক্ষাও সফল হয়েছে। এছাড়া, ক্রু মডিউল এবং সার্ভিস মডিউল স্ট্রাকচারের ডিজাইন সম্পন্ন হয়েছে। থার্মাল প্রোটেকশন সিস্টেমের পরীক্ষাও সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে, অরবাইটাল মডিউল প্রস্তুতি কেন্দ্র, মহাকাশচারীদের প্রশিক্ষণ কেন্দ্র, অক্সিজেন টেস্টিং কেন্দ্রর মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির কাজ চালু হয়েছে। মিশন কন্ট্রোল কেন্দ্র এবং গ্রাউন্ড স্টেশন নেটওয়ার্ক স্থাপনের কাজও প্রায় শেষের দিকে রয়েছে।