Kashmiri Pandit: উপত্যকায় ফের জঙ্গিদের গুলিতে রক্ত ঝরল কাশ্মীরি পণ্ডিতের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 15, 2022 | 5:07 PM

Kashmiri Pandit: শনিবার সোপিয়ানে সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ গেল এক কাশ্মীরি পণ্ডিতের। পথে বিক্ষোভে নেমেছেন উপত্যকার বাকি কাশ্মীরি পণ্ডিতরা।

Kashmiri Pandit: উপত্যকায় ফের জঙ্গিদের গুলিতে রক্ত ঝরল কাশ্মীরি পণ্ডিতের
ছবি সৌজন্যে : টুইটার

Follow Us

শ্রীনগর: উপত্যকায় ফের একবার সন্ত্রাসবাদীদের গুলিতে মৃত্যু হল এক কাশ্মীরি পণ্ডিতের। এক আধিকারিক জানিয়েছেন, শনিবার সোপিয়ান জেলায় এক কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যা করল সন্ত্রাসবাদীরা। মৃত ব্যক্তির নাম পুরন কৃষাণ ভাট। এই ঘটনার পরই সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এদিকে পুরনের মৃত্যুতে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন কাশ্মীরি পণ্ডিতরা।

আধিকারিকরা জানিয়েছেন, দক্ষিণ কাশ্মীর জেলার চৌধরি গুন্ড এলাকায় পুরন ভাটের বাড়ির সামনেই তাঁর উপর হামলা চালানো হয়েছে। গুলি লাগার সঙ্গে সঙ্গেই তাঁকে সোপিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কাশ্মীর জ়োন পুলিশ একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, এলাকা ঘিরে রাখা হয়েছে। সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। জানা গিয়েছে, দুই সন্তান রয়েছে ভাটের। একজন সপ্তম শ্রেণি ও অন্যজন পঞ্চম শ্রেণিতে পড়ে। এদিকে আজকের এই ঘটনায় শঙ্কিত ভাটের পরিবার। তাঁর এক আত্মীয় জানিয়েছেন, ‘সে বাড়ির বাইরে বের হত না। ঘরেই থাকত। আমাদের ভয় করছে।’

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরও সোপিয়ানে একজন কাশ্মীরি পণ্ডিতকে হত্যার বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, ‘সোপিয়ানে পুরান কৃষাণ ভাটের উপর সন্ত্রাসবাদীদের হামলা কাপুরুষতার জঘন্য নিদর্শন। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি জনগণকে আশ্বস্ত করছি যে অপরাধীদের এবং যারা সন্ত্রাসীদের মদত দিচ্ছে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।’প্রসঙ্গত, এ বছর এর আগে একাধিক কাশ্মীরি পণ্ডিতকে হত্যা করা হয়েছে। মে মাসেই বুদগামে তেহসিলদারের অফিসে ঢুকে ৩৬ বছর বয়সী রাহুল ভাটকে খুন করে সন্ত্রাসবাদীরা। তারপরই শয়ে শয়ে কাশ্মীরি পণ্ডিত প্রতিবাদ বিক্ষোভ দেখায়। গত বছর অক্টোবর থেকেই কাশ্মীরে এইরকম একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে সন্ত্রাসবাদী হামলা হয়ে আসছে। এ বছর অক্টোবরেও সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ গেল আরেক কাশ্মীরি পণ্ডিতের।

Next Article