দিনরাত এক করে অতিমারি মোকাবিলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা! অতিরিক্ত এক মাসের বেতন দেবে রাজ্য

Apr 27, 2021 | 8:33 AM

যদিও সে রাজ্যের প্রথম সারির করোনা (COVID-19) যোদ্ধাদের একাংশ বলছেন, এই ঘোষণা তখনই সুখদায়ক হবে, যখন বকেয়া বেতন তাঁরা পাবেন।

দিনরাত এক করে অতিমারি মোকাবিলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা! অতিরিক্ত এক মাসের বেতন দেবে রাজ্য
ফাইল চিত্র।

Follow Us

ঝাড়খন্ড: পরিবার পরিজনকে ছেড়ে দিনরাত এক করে এই অতিমারির সঙ্গে লড়াই করে চলেছেন দেশের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা। এবার তাঁদের জন্য বড় ঘোষণা করল ঝাড়খন্ড সরকার। সোমবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন টুইটারে ঘোষণা করেন, সমস্ত চিকিৎসক, নার্সকে এক মাসের অতিরিক্ত বেতন দেবে রাজ্য। মূলত প্রথম সারির যোদ্ধাদের লড়াইকে সম্মান জানিয়েই এই ঘোষণা হেমন্ত-সরকারের।

টুইটারে হেমন্ত সোরেন লেখেন, ‘এই ভয়ঙ্কর সময়ে করোনা যোদ্ধারা দিনরাত এক করে লড়াই করছেন। সে কারণে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে কোভিডের চিকিৎসায় যুক্ত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের এক মাসের বেতন/সাম্মানিকের সমান অঙ্কের টাকা অতিরিক্ত দেওয়া হবে। সমস্ত করোনা যোদ্ধাকে আমার ধন্যবাদ।’

যদিও সে রাজ্যের প্রথম সারির করোনা যোদ্ধাদের একাংশ বলছেন, এই ঘোষণা তখনই সুখদায়ক হবে, যখন বকেয়া বেতন তাঁরা পাবেন। ঝাড়খন্ড এআইডিএস কনট্রোল সোসাইটি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রানা চন্দন সিং এখন কাজ করছেন ল্যাব কর্মী হিসাবে। গুমলা জেলায় কোভিড-১৯ স্যাম্পেল পরীক্ষা করছেন। তাঁর দাবি, গত তিন মাস ধরে বেতন পাননি।

রাঁচি সদর হাসপাতাল থেকেও এ সংক্রান্ত কিছু অভিযোগ এসেছে। একইসঙ্গে চিকিৎসকের ঘাটতির কথাও বলেছেন ডেপুটি মেডিক্যাল সুপারিনটেনডেন্ট সব্যসাচী মণ্ডল। তাঁর দাবি, প্রতি শিফটে ৩০ জন রোগীর জন্য ২ জন চিকিৎসক রয়েছেন। অক্সিজেন সিলিন্ডারের ঘাটতিরও অভিযোগ সব্যসাচীর।

আরও পড়ুন: করোনা কাড়ল আরও এক ভোট প্রার্থী! এবার সংক্রমণের বলি বৈষ্ণবনগরে নির্দলের মুখ

প্রসঙ্গত, ঝাড়খন্ডে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। সে রাজ্যে এখনও অবধি করোনা আক্রান্ত হয়েছেন ২০১,৭৪৭ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১০৩ জনের।

Next Article