Kashmir Encounter : উপত্যকায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযানে শহিদ ১ জওয়ান

Kashmir Encounter : জঙ্গি নিধন করতে গিয়ে শহিদ এক সেনা জওয়ান। অভিযান এখনও জারি আছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Kashmir Encounter : উপত্যকায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযানে শহিদ ১ জওয়ান
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2022 | 11:41 PM

শ্রীনগর : জঙ্গি নিধন করতে গিয়ে শহিদ এক সেনা জওয়ান। শনিবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। সেখানে সেনা এবং সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই লেগে যায়। সেখানেই জঙ্গিদের গুলিতে শহিদ হন এক জওয়ান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন তাদের কাছে খবর আসে জঙ্গিদের উপস্থিতি নিয়ে। দক্ষিণ কাশ্মীরের কোকেরনাগের ওয়াটনার জেলায় জঙ্গিদের সক্রিয় উপস্থিতি রয়েছে বলে জানা যায়। তারপরই সেখানে কর্ডন এবং তল্লাশি অভিযান শুরু হয় সেনার তরফে। কর্ডন গঠনের পরই জঙ্গিদের তরফে গুলি চালানো শুরু হয়। সেই গুলির লড়াইয়ে জঙ্গিদের গুলিতে শহিদ হন তিনি। পুলিশ জানিয়েছে অভিযান এখনও চালু আছে।

উল্লেখ্য,জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের দৌরাত্ম্য লেগেই থাকে। সম্প্রতি হামলা, পাল্টা হামলায় সব সময় উত্তপ্ত থাকে উপত্যকা। সম্প্রতি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনী ও লস্কর-ই-তৈবার সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই হয়। সেই অভিযানে মারা যায় ৪ সন্ত্রাসবাদী। তবে এই অভিযানে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় প্রাণ হারান দুই সেনাকর্মী।

আরও পড়ুন : Joint statement : সাম্প্রদায়িক সম্প্রীতিকে ইস্যু করে এক ছাতার তলায় বিরোধীরা! কাঠগড়ায় গেরুয়া বাহিনী

আরও পড়ুন : Chhattisgarh : দেশ জুড়ে ভরাডুবির মধ্যেও ছত্তীসগঢ়ে গড় বাঁচাল কংগ্রেস, বিশাল ব্যবধানে জয় উপনির্বাচনে

আরও পড়ুন : Women Trafficking : স্বামীর সঙ্গে অভিমান করে পাচার মহিলা, দেড় লাখে হল পরপুরুষের সঙ্গে বিয়েও!